Sunday, January 25, 2026
বাড়িখবররাজ্যরাজ্যের স্বাস্থ্য পরিষেবার হাল অনেকটাই ভালো - দাবি এইমসের অধিকর্তার

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার হাল অনেকটাই ভালো – দাবি এইমসের অধিকর্তার

মৌ চুক্তি সম্পাদনের মাধ্যমে রাজ্যের চিকিৎসক টেকনিশিয়ান এবং নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করা যেতে পারে সোমবার সাংবাদিক সম্মেলন করে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করে এই কথা জানান নয়া দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স এর অধিকর্তা অধ্যাপক এম শ্রীনিবাস।

রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুরোধক্রমে নয়া দিল্লির এইমসের এক প্রতিনিধি দল রাজ্য সফরে আসে ।এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন অধিকর্তা অধ্যাপক এম শ্রীনিবাস ।সোমবার দিল্লির এইমসের প্রতিনিধি দলটি সাংবাদিক সম্মেলনে মিলিত হয় ।সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে রাজ্যের চিকিৎসা পরিকাঠামো নিয়ে সন্তোষ ব্যক্ত করেন এইমসের ডিরেক্টর প্রফেসর এম শ্রীনিবাস ।তিনি জানান, রাজ্যের হাসপাতাল গুলিতে লোক সংখ্যার অনুপাতে শয্যাসংখ্যা যথেষ্ট রয়েছে। ট্রমা সেন্টার রয়েছে, যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতির ফলে এবং প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রকল্পের সহযোগিতায় মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এমনটা নয়। তিনি আরো জানান ,রাজ্যের চিকিৎসা পরিষেবার উন্নয়নে চিকিৎসক, টেকনিশিয়ান এবং নার্সদের দিল্লির এইমসে নিয়ে গিয়ে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতেই পারে ।এর জন্য মৌ চাই ।

সাংবাদিক সম্মেলনে দিল্লির এইমসের প্রতিনিধি দলটি জানান ,রাজ্যের স্বাস্থ্য পরিষেবার হালচিত্র অন্যান্য রাজ্যের চেয়ে অনেকটাই ইতিবাচক ।ত্রিপুরায় শিশু মৃত্যুর হার জাতীয় হারের চেয়ে অনেক কম ।প্রতিনিধি দলটি আরো জানায় ,মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার অনুরোধেই তারা রাজ্য সফরে এসেছেন ।রাজ্য সফরে তারা বিভিন্ন জেলা হাসপাতালগুলি পরিদর্শন করেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য