দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা ভর্তি একটি মানিব্যাগ পূর্ব থানায় জমা দিয়ে সততার নজির গড়লেন এক ব্যক্তি ।কলেজটিলার নিবাসী এই ব্যক্তির নাম বিশ্বজিৎ দে, ওরফে বাবুল ।বিশ্বজিৎ বাবুর এই ধরনের কাজকর্মে প্রশংসায় পঞ্চমুখ পূর্ব থানার পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা।
ডট কম এর এই যুগে এক দুর্বিষহ পরিস্থিতির মধ্য দিয়ে জীবন যাপন করছি আমরা। যেখানে ক্রমশই হারিয়ে যাচ্ছে মানুষের মূল্যবোধ। পরিবর্তন ঘটছে রুচিবোধেরও ।এরই মধ্যে ব্যতিক্রমী কিছু ঘটনা আমাদের মননকে দারুন ভাবে প্রভাবিত করে ।এমনই একটি ঘটনা ঘটলো শনিবার সন্ধ্যায় রাজধানীর কলেজ টিলা এলাকায় ।দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সকলেই তখন তড়িঘড়ি বাড়ি ছুটছিলেন ।কলেজ টিলা নিবাসী বিশ্বজিৎ দে ওরফে বাবুল ও বাড়ি ফিরছিলেন। কিন্তু পথে মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুলের সামনে রাস্তায় একটি মানি ব্যাগ পড়ে থাকতে দেখেন তিনি। সাথে সাথে মানিব্যাগটি কুড়িয়ে অনুভব করেন এর ভেতর প্রচুর টাকা রয়েছে। টাকা ভর্তি মানিব্যাগটি নিজের পকেটে রেখে দিতে পারতেন তিনি। কিন্তু সততা, ভদ্রতা আর মূল্যবোধ তাকে এই কাজ করতে দেয়নি ।সাথে সাথেই এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও মানিব্যাগটি নিয়ে এসে পূর্ব থানায় জমা দেন বিশ্বজিৎ দে ওরফে বাবুল ।এদিন পূর্ব থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্বজিৎ বাবু জানান ,সম্ভবত কোন মহিলার মানিব্যাগ ছিল এটি। এতে প্রচুর টাকা রয়েছে। কোনভাবে তা রাস্তায় পড়ে যায় ।এই মানিব্যাগটির যেন সঠিক মালিকের হাতে পৌঁছয় সেই লক্ষ্যে তিনি ব্যক্তি থানায় জমা দিতে এসেছেন ।তিনি আরো জানান ,এই মানিব্যাগের সঠিক মালিক সঠিক প্রমাণ দিয়ে মানিব্যাগটি নিয়ে গেলে খুব আনন্দ পাবেন তিনি।
এদিন বিশ্বজিৎ বাবুর এই ঘটনায় প্রশংসায় পঞ্চমুখ হন পূর্ব থানার পুলিশ আজকারী সহ অন্যান্যরা তারা তাকে অশেষ ধন্যবাদ জানান ।হ্যা, ঠিক যে ক্রমশই হারিয়ে যাচ্ছে আমাদের মূল্যবোধ। কিন্তু তা বলে এখনো যে সবটা মূল্যবোধই যে হারিয়ে গেছে তা নয়। মূল্যবোধ হীন এই ব্ল্যাকহোলের গহ্বরে এখনো সততার দীপশিখা টিমটিম করে জ্বলছে। আর এই দীপশিখার এক জ্যোতির নাম কলেজটিলা নিবাসী বিশ্বজিৎ দে ওরফে বাবুল।