Wednesday, July 2, 2025
বাড়িখবররাজ্যআইএনপিটি ও তিপ্রা মথা থেকে ১১ পরিবারের ৪২ জন ভোটার কংগ্রেসে শামিল

আইএনপিটি ও তিপ্রা মথা থেকে ১১ পরিবারের ৪২ জন ভোটার কংগ্রেসে শামিল

আইএনপিটি দলের নয় জন এবং টাকারজলা বিধানসভা কেন্দ্রের তিপ্রা মথা দলের দুজন সহ মোট ১১ পরিবারের ৪২ জন ভোটার কংগ্রেস দলে যোগদান করেন ।হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা,প্রদেশ আদিবাসী কংগ্রেস নেতা শব্দকুমার জমাতিয়া এবং বিধায়ক সুদীপ রায় বর্মন ।এই যোগদান প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, এর ফলে আদিবাসী এলাকায় কংগ্রেস দলের শক্তি আরো বৃদ্ধি পাবে।

এডিসির ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমে তৎপরতা শুরু করেছে কংগ্রেস দল ।এই তৎপরতার সুফল ও পেতে শুরু করেছে কংগ্রেস ।সোমবার একসময়ের আইএনপিটি রাজ্য নেতৃত্ব শিব চন্দ্র দেববর্মার নেতৃত্বে নয় জন আইএনপিটি নেতৃত্ব কংগ্রেস দলে যোগদান করেন ।একই সাথে টাকারজলা বিধানসভা কেন্দ্রের তিপ্রা মথা দলের দুইজন নেতৃত্বও এদিন কংগ্রেস দলে সামিল হন ।এই ১১ জন নেতৃত্বের পরিবারের ৪২ জন ভোটার এদিন কংগ্রেস দলে যোগদান করে। এই উপলক্ষে প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত যোগদান কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রদেশ কংগ্রেসের আদিবাসী কংগ্রেস নেতৃত্ব শব্দকুমার জমাতিয়া এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ।প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এবং আদিবাসী কংগ্রেস নেতা শব্দ কুমার জমাতিয়া নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে স্বাগত জানান ।এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, নবাগত জনজাতি নেতৃবৃন্দের ভাবনা হল কংগ্রেস দলকে এগিয়ে নিয়ে যাওয়া। তিনি বলেন, আদিবাসীদের প্রকৃত উন্নয়ন একমাত্র কংগ্রেস দলই করেছে ।বিগত বামফ্রন্ট সরকারের সময় এবং বর্তমান বিজেপি সরকারের সময় রাজ্যের জনজাতিদের অধিকার খর্ব হয়েছে এবং হচ্ছে বলে অভিযোগ করেন তিনি ।প্রদেশ কংগ্রেস সভাপতি আরো জানান, এদিনের যোগদানের ফলে জনজাতি এলাকায় কংগ্রেসের সংগঠন আরো শক্তিশালী হবে বলে মনে করেন তিনি।

সাংবাদিক সম্মেলনে বিধায়ক সুদীপ রায় বর্মন নবাগতদের স্বাগত জানিয়ে বলেন ,রাজ্যের আদিবাসীদের নিয়ে যথেষ্ট খেলা হয়েছে। নানাহ আঞ্চলিক এবং রাজনৈতিক দল তাদের শুধু ব্যবহারই করে আসছে। জনজাতিদের উন্নয়ন করেছে কেবলমাত্র কংগ্রেস দলই ।কংগ্রেস সংবিধান সংশোধন করে রাজ্যে ১৭ টি থেকে কুড়িটি বিধানসভা কেন্দ্র জনজাতিদের জন্য সংরক্ষিত করেছে। জনজাতিদের এডিসি উপহার দিয়েছে কংগ্রেস সরকার।

এদিকে এদিন প্রদেশ কংগ্রেস ভবনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্ম জয়ন্তী পালন করা হয়। এই উপলক্ষে কংগ্রেস নেতৃবৃন্দ কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান ।এই অনুষ্ঠানে কংগ্রেস দলের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen − 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য