বর্তমান সময়ে নারী গঠিত অপরাধ নিয়ে বর্তমান রাজ্য সরকার এবং বিরোধী রাজনৈতিক দলগুলো সোচ্চার হলেও। সমাজে নরপশুদের হেনস্তার শিকার হচ্ছে শিশু থেকে শুরু করে গৃহবধূ অবধি, কেননা আবারো নাবালিকা ধর্ষণের ঘটনা সামনে এসেছে এডি নগর ৪৪ নং ওয়ার্ড এলাকায়। সোমবার সাত বছরের নাবালিকা ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত প্রসেনজিৎ পাল কে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করার দাবি নিয়ে এলাকার বিধায়কের কাছে একত্রিত হন ৪৪ নং ওয়ার্ড এলাকার এলাকাবাসী। এদিন ৪৪ নং ওয়ার্ড অফিসে এডি নগর থানার ওসি সমেত আলোচনায় মিলিত হন এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল। এদিনের আলোচনার পর এলাকার বিধায়ক নাবালিকার পরিবারের নিকট ঘটনার সুষ্ঠ তদন্ত করে অভিযুক্তের কঠোর শাস্তির ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেন। এদের সংবাদ মাধ্যমকে এলাকার এক ব্যক্তি জানান মূল অভিযুক্তের কঠোর শাস্তির পাশাপাশি এলাকা থেকে যেন অভিযুক্ত সহ তার পরিবারকে বহিষ্কার করা হয় তার দাবি রাখেন।