Thursday, August 7, 2025
বাড়িখবররাজ্যত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত

প্রথম কার্যকরী কমিটির বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করল ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন। এই সিদ্ধান্ত গুলির মধ্যে অন্যতম হলো সংস্থার মুখ্য পৃষ্ঠপোষক হিসেবে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার নাম প্রস্তাব করা এবং টেট গেমস অনুষ্ঠিত করা। এদিন কার্যকরী কমিটির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায়।

সম্প্রতি সর্বসম্মতিক্রমে ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশন গঠিত হয়েছে। নতুন কমিটির প্রথম কার্যকরী বৈঠক রবিবার অনুষ্ঠিত হয় ।বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।কার্যকরী কমিটির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্ত গুলির কথা জানান ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায়। তিনি জানান ,কার্যকরী কমিটির বৈঠকে সংস্থার মুখ্য পৃষ্ঠপোষক হিসেবে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার নাম প্রস্তাব করা হয়েছে ।পেট্রন হিসেবে প্রস্তাব করা হয়েছে ক্রীড়া মন্ত্রী টিংকু রায়ের নাম। এছাড়া অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে রাজ্যের বিশিষ্ট ক্রীড়া সংগঠক তথা ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি রতন সহাকে ।এই অ্যাডভাইজারি কমিটিতে রাখা হয়েছে অর্জুন এওয়ার্ডি মন্টু দেবনাথ এবং দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী কে ।সাংবাদিক সম্মেলনে সুজিত রায় আরো জানান ,রাজ্যে অলিম্পিক সংস্থা গঠিত হওয়ার নিরিখে স্টেট গেমস করতে হয় ।এর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ।আগামী কিছুদিনের মধ্যেই রাজ্যের স্টেট গেমস হবে। এছাড়া নর্থইস্ট স্পোর্টস গেমস এবং জাতীয় গেমসের একটি আসর রাজ্যের সংঘটিত করা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আরো জানান, সম্প্রতি ন্যাশনাল গেমসে অংশগ্রহণকারী রাজ্যের খেলোয়াড়দের শংসাপত্র প্রদান করা হবে ।এই প্রথম ন্যাশনাল গেমসে অংশগ্রহণকারী রাজ্যের খেলোয়াড়রা শংসাপত্র পেতে চলছেন বলে জানান তিনি।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজারি কমিটির নবনিযুক্ত চেয়ারম্যান রতন সাহা ।সম্মেলনে উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরাও ।তবে রাজ্যের বাইরে থাকায় প্রথম কার্যকরী কমিটির বৈঠকে অংশগ্রহণ করতে পারেননি ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি দীপা কর্মকার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen + 16 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য