Thursday, August 7, 2025
বাড়িখবররাজ্যসাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচে জয় পেল আগরতলা প্রেস ক্লাবের বি টিম

সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচে জয় পেল আগরতলা প্রেস ক্লাবের বি টিম

আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচে জয়ী হলো বি টিম। রবিবার সকালে উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত এই ফুটবল ম্যাচে বি টিম এ টিমকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে ।ম্যাচে বিজয়ী দলের হয়ে জয়সূচক গোলটি করেন কিংকর শীল।

শনিবার থেকে আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস এন্ড গেমস ফেস্ট ২০২৫ শুরু হয়েছে। এর অঙ্গ হিসেবে রবিবার ছিল আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। আগরতলা প্রেসক্লাব আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচটি রবিবার সকালে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় । প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার ,ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক অমিত চৌধুরী সহ অন্যান্যরা। অতিথিরা দুইদলের খেলোয়ারদের সাথে পরিচিত হন ।এই প্রীতি ফুটবল ম্যাচ প্রসঙ্গে আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার বলেন ,ফুটবল খেলার মাধ্যমে আনন্দ উপভোগ করার জন্যই বিগত বছরগুলির মত এবারও এই ম্যাচের আয়োজন করা হয়েছে ।সব সাংবাদিকদের যেন মাঠের সাথে যুক্ত করা যায় সেই উদ্যোগ আমাদের জারি থাকবে ।প্রীতি ফুটবল ম্যাচের সাফল্য কামনা করেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার।

এই প্রীতি ফুটবল ম্যাচ প্রসঙ্গে বলতে গিয়ে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী বলেন, এই প্রীতি ফুটবল ম্যাচের বার্তা রাজ্যের সর্বত্র ছড়িয়ে পড়ুক ,এমনটাই চাঁদ তিনি। টিএফ এ সচিব আরো জানান, আগরতলা প্রেসক্লাবের প্রতি টি এফ এ সর্বদাই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত রয়েছে।

এদিন প্রীতি ফুটবল ম্যাচে আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকারের নেতৃত্বে এ টিম তথা দল সাংবাদিক অলক ঘোষের নেতৃত্বাধীন বি টিমের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে ।আক্রমণ এবং প্রতি আক্রমণে ম্যাচের প্রথমার্ধে কোন দল গোল করতে পারেনি।দ্বিতীয়ার্ধে সাংবাদিক কিংকর শীলের করা দর্শনীয় গোলের সুবাদে ইয়েলো দল তথা বি টিম এ টিমকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে। প্রসঙ্গত উল্লেখ্য যে অন্যান্য বছরের মতো এবারো আগরতলা প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে স্পোর্টস এন্ড গেমস ফেস্ট ২০২৫ উপলক্ষে ইনডোর এবং আউটডোর গেমসের পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য