রবিবার জিরানীয়া বিধানসভা এলাকায় জাতীয় সড়কের পাশে গণপতি পেট্রোল পাম্প নামক একটি নতুন পেট্রোল পাম্পের উদ্বোধন। এদিন এই পেট্রোল পাম্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের খাদ্য ও জনসংভরন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাছাড়া এই পেট্রোল পাম্প উদ্বোধন উপলক্ষ্যে এই পেট্রোল পাম্পের কর্ণধার শ্রী গৌতম পালের উদ্যোগে বৃদ্ধা মায়েদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মন্ত্রী । এদিন তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেন এই পেট্রোল পাম্পটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল যার ফলে এই পেট্রোল পাম্পের সাথে জড়িত কর্মচারীরা কর্মহীন হয়ে পড়েছিল, অচল এই পেট্রোল পাম্পটিকে এলাকার এক সুনামধন্য ব্যবসায়ী গৌতম পাল এই পেট্রোল পাম্পটিকে নিজ অধীনে গ্রহণ করে এবং তা গণপতি পেট্রোল পাম্প নামে আজ থেকে পথ চলা শুরু করেছে। বলা চলে এই পেট্রোল পাম্পটিকে কেন্দ্র করে যারা কর্মহীন হয়ে পড়েছিল তারা আবার নতুন করে স্বপ্ন দেখা রসদ পেয়েছে। তাছাড়াএই পেট্রোল পাম্পটি জিরানীয়া এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার সকল জনসাধারণের জন্য একটি নতুন সুযোগ ও সুবিধা নিয়ে আসবে বলে আশা ব্যক্ত করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।