কথা দিয়েও কথা রাখলেন না নিউরোসার্জেন । সঠিক সময়ে অশ্রুপাচার না করায় মৃত্যু হল এক রুগীর। অভিযোগের তীর জিবি হাসপাতালের নিউরোসার্জন ডক্টর রেড্ডির বিরুদ্ধে। ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন মৃতের পরিবার-পরিজনরা।
গত সোমবার জোলাই বাড়ির শান্তি নিকেতন পাড়ায় এক বাইসাইকেল চালককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন বাইক চালক প্রসেনজিৎ দেবনাথ ।সাথে সাথে তাকে উদ্ধার করে জোলাই বাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।সেখান থেকে তাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে পাঠানো হয় ।কিন্তু অবস্থা আশঙ্কা জনক থাকায় গুরুতর আহত প্রসেনজিৎ দেবনাথ কে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।গত মঙ্গলবার জিবি হাসপাতালের নিউরো সার্জেন ডাক্তার রেড্ডি রোগীকে দেখেন এবং বুধবার তার অস্ত্রপচার করা হবে বলে জানান ।কিন্তু বুধবার প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়েও রোগীর অপারেশন করা হয়নি ।এর ফলে বুধবার সন্ধ্যারাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে প্রসেনজিৎ দেবনাথ। বৃহস্পতিবার মৃত যুবকের ভাই অভিযোগ করে জানান, জিবি হাসপাতালের নিউরোসার্জন ডাক্তার রেড্ডি সঠিক সময়ে অপারেশন করলে তার ভাইয়ের মৃত্যু হত না।ডক্টর রেড্ডির গাফিলতির কারণেই তার ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি ।এই ঘটনার সুষ্ঠু বিচারের জন্য স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করেন মৃতের ভাই।
এই ঘটনায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রুগীর পরিজনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ।জিবি হাসপাতালের নিউরো সার্জেন ডাক্তার রেড্ডির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবী জানিয়েছেন জনগণ।