স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর ট্রিট ভেন্ডারদের খাদ্য বিক্রির পরামর্শ দিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। মঙ্গলবার স্মার্ট সিটি প্রকল্পের উদ্যোগে রাজধানীর সুকান্ত একাডেমিতে শহরের অস্থায়ী খাবার বিক্রেতাদের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও খাদ্য নিরাপত্তা সচেতনতা শীর্ষক এক শিবিরে এই পরামর্শ দেন মেয়র। এই শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের সি ই ও ডক্টর শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকরা।
রাজধানীর ট্রিট ফুড ভেন্ডারদের নিয়ে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের আধিকারিকরা। রাজধানীর সুকান্ত একাডেমির প্রেক্ষাগৃহে এই শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,স্মার্ট সিটি প্রকল্পের সিইও ডঃ শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকরা ।এই শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন ,শহরের অস্থায়ী খাবার বিক্রেতাদের স্বাস্থ্যের উপরেই নির্ভর করছে শহরের জনসাধারণের স্বাস্থ্য ।তাই স্বাস্থ্যবিধি মেনে অস্থায়ী খাবার বিক্রেতাদের খাবার বিক্রি করতে হবে ।পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে ।তিনি আরো বলেন, কেন্দ্রীয় প্রকল্পে শহরের অস্থায়ী খাবার বিক্রেতারা প্রাথমিক পর্যায়ে ১০ হাজার টাকা করে ঋণ গ্রহণ করেছেন। কিন্তু ঋণ নেওয়ার সময় তাদের যে আগ্রহ ছিল ঋণ পূরণ করার সময় সেই আগ্রহ একাংশের মধ্যে দেখা যাচ্ছে না ।ব্যাংক কর্তৃপক্ষকে একাধিকবার এর জন্য উদ্যোগ নিতে হচ্ছে। তিনি বলেন ,এর জন্য অন্যান্য ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন ।কারণ তারা ঋণ পরিশোধ করে পুনরায় ঋণ নিতে পারছেন না।
এই ধরনের স্বাস্থ্যশিবির রাজ্যে এই প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ।এর জন্য কর্তৃপক্ষকে অভিনন্দন জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।শিবিরে ৩ হাজার ১০০ জন অস্থায়ী খাবার বিক্রেতারা উপস্থিত ছিলেন ।অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের সিইও ডক্টর শৈলেশ কুমার যাদব ,শ্রমিক নেতা বিপ্লব কর সহ অন্যান্যরা।