প্রয়াত হলেন বাম নারী নেত্রী গৌরী পাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর। আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত প্রয়াত গৌরী পাল ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির সদস্য সহ সিপিআইএম খোয়াই জেলা ও মহকুমা কমিটির সম্পাদক মন্ডলী সদস্য। প্রয়াতের মরদেহ জিবি হাসপাতাল থেকে সিপিআইএম রাজ্য কার্যালয়ে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ দলের নেতৃত্ব। এদিন নারী নেত্রী রমা দাস বলেন, গতকাল রাতে প্রয়াত হলেন কল্যাণপুরের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির লড়াকু নারী নেতৃত্ব গৌরী পাল। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৫। তিনি ছিলেন সি পি আই ( এম)- র খোয়াই জেলা কমিটির সদস্যা , মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্যা, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির খোয়াই মহকুমা কমিটির সম্পাদিকা, সংগঠনের রাজ্য সম্পাদিকামণ্ডলীর সদস্যা, খোয়াই পঞ্চায়েত সমিতির প্রথম চেয়ারম্যান।