কৃষিজ সম্পদ এবং উৎপাদন বৃদ্ধির জন্য সারাদেশে বিকশিত কৃষি সংকল্প অভিযান সংঘটিত করা হবে। সোমবার দেশের সমস্ত রাজ্যের কৃষি মন্ত্রীদের সাথে ভার্চুয়াল বৈঠকে এই কথা জানান কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান ।রাজ্যেও আগামী ২৯ মে থেকে ১২ জুন পর্যন্ত এই অভিযান সংঘটিত করা হবে। রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ এদিন এই সংবাদ জানিয়েছেন।
সারাদেশে বিকশিত কৃষি সংকল্প অভিযান সংঘটিত করবে কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয় ।আগামী ২৯ মে থেকে ১২ জুন পর্যন্ত দেশব্যাপী চলবে এই অভিযান ।সোমবার দেশের সব রাজ্যের কৃষি মন্ত্রীদের সাথে ভার্চুয়াল বৈঠক করে এই অভিযানের কথা জানান কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান ।সোমবার সচিবালয়ের কনফারেন্স হলে এই ভার্চুয়াল বৈঠকে যোগ দেন রাজ্যের কৃষি মন্ত্রী রতনলাল নাথ ।ভার্চুয়াল বৈঠক শেষে রাজ্যে কৃষিমন্ত্রী জানান ,কৃষিজ উৎপাদন এবং কৃষিজ সম্পদ বৃদ্ধি করা, কৃষকদের আয় আরো বৃদ্ধি করা ,শস্য ভান্ডার আরো বৃদ্ধি করা ,মানুষের আহার নিশ্চিত করা ,কৃষিতে ব্যয় হ্রাস করা ,ফুড সিকিউরিটি বৃদ্ধি করা, কোন বীজ ভালো এবং কোন সার কৃষকদের ব্যবহার করা উচিত – সংশ্লিষ্ট বিষয় নিয়ে এই বিকশিত কৃষি সংকল্প অভিযানে প্রচার করা হবে।
এদিন কৃষিমন্ত্রী রতন লাল নাথ আরো জানান ,এবছর দেশে রেকর্ড সংখ্যক কৃষিজ সামগ্রী উৎপাদন হয়েছে ।এই উৎপাদনের পরিমাণ আরো বৃদ্ধি করা হবে ।এই লক্ষ্যেই বিকশিত কৃষি সংকল্প অভিযান রাজ্যেও সংঘটিত করা হবে। অভিযানকে সাফল্যমণ্ডিত করে তুলতে রাজ্যভিত্তিক এবং জেলাভিত্তিক টিম গঠন করা হবে ।প্রতি টিমে একজন করে কোঅর্ডিনেটর রাখা হবে। কৃষিমন্ত্রী আরও জানান, রাজ্যের বিকশিত কৃষি সংকল্প অভিযানে প্রায় সব কটি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি কে স্পর্শ করা হবে ।অভিযানে কেন্দ্র এবং রাজ্য সরকারের কৃষিজ প্রকল্প গুলি কি কি তা নিয়ে বিস্তারিতভাবে প্রচার করা হবে ।টিমগুলোতে আইসিআর এবং kvk বিজ্ঞানীদেরও রাখা হবে বলে জানান তিনি। এদিন কৃষিমন্ত্রী আরও জানান ,বিকশিত কৃষি সংকল্প অভিযানে রাজ্য সরকারের মৎস্য দপ্তর এবং হর্টিকালচার দপ্তর কেও রাখা হবে।