সন্ত্রাসবাদের মদত দাতা পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এবং ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে রাজধানীতে ধন্যবাদ রেলি অনুষ্ঠিত হল। এই ধন্যবাদ রেলিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সহ রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ। রেলিতে পা মেলায় শহরের কচিকাঁচারাও।
গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে পাক মদতপুষ্ঠ সন্ত্রাসবাদীদের নৃশংস আক্রমণের ঘটনায় ২৬ জন পর্যটক নিহত হন ।এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে মোক্ষম জবাব দেওয়া হয়।, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর নামকরণ করেন অপারেশন সিঁদুর ।এই অপারেশন সিদুরে বিশেষ কৃতিত্ব প্রদর্শন করে ভারতীয় সেনাবাহিনী ।তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে বুধবার রাজধানীতে ধন্যবাদ রেলি সংঘটিত করা হয় ।এই রেলিতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী টিংকু রায় ,মন্ত্রী রতন লাল নাথ সহ রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য ও বিধায়ক বিধানিকাগণ। এই রেলি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা জানান, পহেলগামের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের সেনাবাহিনীর তিন শাখা পাকিস্তানকে আক্রমণ করে এবং সেখানকার সন্ত্রাসবাদী ঘাঁটি গুলি গুঁড়িয়ে দিয়েছে। অপারেশন সিঁদুর নিয়ে যে সাফল্য প্রত্যাশা করা হয়েছিল তার চেয়েও বেশি ফলপ্রসু হয়েছে ।তাই সেনাবাহিনী এবং দেশের প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানানের লক্ষ্যে এই রেলির আয়োজন করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।
এদিন ধন্যবাদ রেলিটি শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে। রেলিতে শহরের বিভিন্ন স্তরের জনগণের সাথে পা মেলায় কচিকাঁচারাও।