মঙ্গলবার যথাযথ মর্যাদার সাথে উদযাপিত হল বাধারঘাট বিধানসভা কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী ও প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী । প্রাক্তন মন্ত্রী ও বিধায়কের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিধায়কের বাসভবনে বিশেষ অনুষ্ঠান হিসাবে রক্তদান শিবির এবং দরিদ্র নারায়ণ সেবার আয়োজন করা হয় । অনুষ্ঠানের শুরুতে বিধায়কের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথিরা । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলীপ সরকারের কনিষ্ঠ ভগিনী মিনারানী সরকার, বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর অলক রায়, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, কর্পোরেটর বাপি দাসসহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত অতিথিরা বলেন বিধায়কের জীবন ও আদর্শ আজও এলাকায় মানুষদের পথ প্রদর্শক হিসেবে কাজ করছে বলে এবং এদিন প্রয়াত বিধায়কের আদর্শ ও গুনাবলীকে স্মরন করেন সকলে ।