গণবণ্টন ব্যবস্থায় গ্রাহকদের আধার e-KYC সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় সরকারের নির্ধারিত চূড়ান্ত সময়সীমা বৃদ্ধি করা যায় কিনা তার প্রক্রিয়া চলছে। বুধবার বিধানসভায় এই কথা জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। উল্লেখ্য ভারত সরকার সকল রাজ্য সরকারকে আগামী 31 march 2025 এর মধ্যে গণবণ্ঠনের অধীন সকল গ্রাহকদের আঁধার ই-কেওয়াইসি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।
রাজ্যে গণবন্টন ব্যবস্থার অধীন গ্রাহকদের নতুন করে ডিজিটাল রেশন কার্ড দেওয়ার কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি ।বুধবার বিধানসভার প্রশ্ন উত্তর পর্বে বাম বিধায়ক নয়ন সরকারের এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই কথা জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান, রাজ্য সরকার গণবন্টন ব্যবস্থার অধীনে গ্রাহকদের পুরনো কাগজের রেশন কার্ডের বদলে নতুন পিভিসি রেশন কার্ড প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। এই ক্ষেত্রে পরিবারের সকল সদস্যদের প্রয়োজনীয় তথ্যাদি যেমন নাম ,বয়স ,লিঙ্গ ও ঠিকানা সঠিক থাকা জরুরী, যা একমাত্র e-KYC ভেরিফিকেশনের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব । ভারত সরকার সকল রাজ্য সরকারকে আগামী 31 মার্চ ২০২৫ এর মধ্যে এই কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। খাদ্যমন্ত্রী আরও জানান ,রাজ্যে ration জনসংখ্যা হল ৩৭ লক্ষ ৩৩ হাজার ।এর মধ্যে এখন পর্যন্ত ২৬ লক্ষ ৮৯ হাজার গ্রাহকের ই-কেওয়াইসি সম্পন্ন হয়েছে। শতাংশের নিরিখে যা ৭২.২% ।এই ক্ষেত্রে চূড়ান্ত সময়সীমা 31 মার্চ থেকে আরও কিছুটা বৃদ্ধি করা যায় কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন সংশ্লিষ্ট বিষয়ে একটি অতিরিক্ত প্রশ্ন উত্থাপন করে তিপ্রা মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা জানান ,অনেক গ্রাহকের কাগজের রেশন কার্ড ছিড়ে গেছে ।তাই যত দ্রুত সম্ভব পিভিসি রেশন কার্ড প্রদানের দাবী জানান মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা।