Thursday, July 3, 2025
বাড়িখবররাজ্যপানীয় জলে অপচয় বন্ধ নিয়ে ওমেন্স কলেজ এন এস এস ইউনিটের সচেতনতামূলক...

পানীয় জলে অপচয় বন্ধ নিয়ে ওমেন্স কলেজ এন এস এস ইউনিটের সচেতনতামূলক কর্মসূচি

রাজধানীর অন্যতম বিশ্ববিদ্যালয় ওমেন্স কলেজের এন এস এস ইউনিটের পক্ষ থেকে চলছে সাত দিনব্যাপী কর্মসূচি। এন এস এস এর কর্মসূচীর অঙ্গ হিসেবে নানা ধরনের সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়ে থাকে ওমেন্স কলেজের ছাত্রীরা। এবারো তার ব্যতিক্রম হলো না কর্মসূচির অঙ্গ হিসেবে পানীয় জল অপচয় নিয়ে সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়ে রাস্তায় নামল ওমেন্স কলেজের এন এস এস ইউনিটের ছাত্রীরা।

এদিন ছাত্রীরা রাস্তায় নেমে পথ চলতি জনসাধারণের মাঝে পানীয় জল অপচয় বন্ধ নিয়ে নানা ধরনের বার্তা দেন এবং তাদের হাতে তুলে দেন লিফলেটও। এদিন কলেজের এক ছাত্রী সংবাদমাধ্যমকে জানান আমরা জানি পৃথিবীর চারভাগের মধ্যে তিনভাগই জল। তার মধ্যে স্বাদু বা মিষ্টি জল অর্থাৎ পানীয় জলের পরিমান খুব কম। প্রতিটি প্রানীর বেঁচে থাকার জন্য জল অপরিহার্য। সাম্প্রতিক কালে এক সমীক্ষায় দেখা গেছে, দক্ষিন আফ্রিকার রাজধানী শহর কেপটাউনকে বিশ্বের প্রথম জলহীন শহর হিসাবে ঘোষনা করা হয়েছে। বিশ্বের এই দুঃখ জনক যাত্রা শেষ পর্যন্ত ভারতবর্ষে ও প্রবেশ করছে। কিছু সংখ্যক মানুষের অপরিনামদর্শী ক্রিয়া কলাপের ফলে আজ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে জলের সংকট দেখা দিচ্ছে। যা সত্যিই উদ্বেগের বিষয়। ভূ-গর্ভস্থ জলের স্তর দিনদিন গভীরে চলে যাচ্ছে বলে জানান।

তাই দায়িত্বশীল নাগরিক হিসেবে যদি এই মুহূর্ত থেকে আমরা সচেতন না হই, তাহলে আগামী প্রজন্মকে তাদের বাসযোগ্য সুন্দর পৃথিবী উপহার দিতে পারবো না। সেদিকে লক্ষ রেখে কোন অবস্থাতেই জল অপচয় না করা, বৃষ্টির জল ধরে রাখা, পুকুর ভরাট করা বন্ধ করা এবং পর্যাপ্ত পরিমাণে গাছ লাগানোর ক্ষেত্রে সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হবার আহবান রাখেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five − one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য