বৃহস্পতিবার বিভিন্ন দাবীতে রাজধানির রাজপথে মিছিল সংগঠিত করলো সদর জেলা কংগ্রেস । এদিনের মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আগরতলা পুর নিগমের সামনে এসে মিলিত হয় এবং পরে দলের কয়েকজন প্রতিনিধি পুর নিগমের মেয়রের নিকট ডেপুটেশন প্রদান করেন । এদিন দলের একজন কর্মী সংবাদ মাধ্যমের মুখুমুখি হয়ে বলেন দেখা যাচ্ছে দিন দুপুরে মন্দির, মসজিদ, বিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিয়তই বেড়ে চলেছে মশার উপদ্রব , এই মশার উপদ্রবে নাজেহাল রাজধানীবাসী , তাই এই মশার উপদ্রব নির্মূল করতে পুর নিগমকে শক্ত হাতে ব্যবস্থা গ্রহন করার আবেদন রাখেন । তাছাড়া প্রতি বছরই চৈত্র মেলার সময় পুর নিগমের পক্ষ থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য জায়গা দেওয়া হয় , কিন্তু প্রতিবারই শাসক দল বিজেপির কিছু মাফিয়ারা সেই জায়গা দখল করে নেয় এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সেই জায়গা চড়া দামে দেওয়া হয় ব্যবসা করার জন্য তাই নিগমের মেয়রকে এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখে প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীরা যেন সঠিকভাবে ব্যবসা করতে পারে সে বিষয়ে নজর দেওয়ার জন্য আহবান রাখেন । তার পাশাপাশি বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, নিয়মিত আবর্জনা সাফাই, জল নিষ্কাশন ব্যবস্থার উন্নতিসহ বছরে ২০০দিন টুয়েপের কাজ ও মজুরি বৃদ্ধির দাবী জানান। এদিনের কর্মসূচীকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষনীয় ।