রাজ্যে আইনের শাসন আরো সুদৃঢ় করতে সাহায্য করবে ডিস্ট্রিক্ট মোবাইল ফরেন্সিক ভ্যান ।শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে পাঁচটি ডিস্ট্রিক্ট মোবাইল ফরেনসিক ভ্যানের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। তিনি জানান ,রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো।
সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৩.২৫ কোটি টাকা পেয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর ।এই টাকায় পাঁচটি ডিস্ট্রিক্ট মোবাইল ফরেনসিক ভ্যান ক্রয় করা হয়েছে। শুক্রবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই ভেনগুলির সূচনা করেন রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।এই উপলক্ষে স্বরাষ্ট্র দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে পতাকা নেড়ে পাঁচটি ডিস্ট্রিক্ট মোবাইল ফরেনসিক ভেনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের আধিকারিকরা। এই অনুষ্ঠানে পতাকা নেড়ে ভ্যানগুলির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান ,রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। সবকিছুই ঠিকঠাক ভাবে চলছে ।কিন্তু সাজা প্রাপ্তির হার বৃদ্ধি করতে হবে ।এই ক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক তদন্তকার্যের প্রয়োজন ।তিনি আরো জানান ,অনেক ক্ষেত্রে ক্রাইম হলে পরে কিছু ফিজিক্যাল এভিডেন্স এর প্রয়োজন হয়। এই তথ্য প্রমাণ গুলির অনেকগুলি সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ভ্যানে ফিজিক্যাল এভিডেন্স গুলি সংরক্ষিত করে রাখা যাবে। এর ফলে বিজ্ঞানভিত্তিক তথ্য আদালতে পেশ করা যাবে। এতে সাজার হার বৃদ্ধি পাবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী আরও জানান ,সাজার হার বৃদ্ধি পেলে আইনের প্রতি মানুষের আস্থা আরো বৃদ্ধি পাবে।