Wednesday, March 12, 2025
বাড়িখবররাজ্যপুলিশ কনস্টেবল পদের দ্রুত নিয়োগের দাবিতে আগরতলায় অবস্থান বেকার যুবক-যুবতীদের

পুলিশ কনস্টেবল পদের দ্রুত নিয়োগের দাবিতে আগরতলায় অবস্থান বেকার যুবক-যুবতীদের

ত্রিপুরা পুলিশের পুরুষ এবং মহিলাদের কনস্টেবল পদে প্রক্রিয়া দ্রুত করার দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারী বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে চাকরি পরীক্ষায় অংশ গ্রহণকারী যুবক-যুবতীরা। এদিন এই কর্মসূচিতে উপস্থিত এক যুবক সংবাদ মাধ্যমকে জানায় ২০২২ সালে রাজ্য সরকারের তরফে পুলিশের কনস্টেবল পদে নিয়োগের প্রক্রিয়ার শুরু করে। তারপর ২০২৪ সালে লিখিত পরীক্ষা নেওয়া। লিখিত পরীক্ষার নেওয়ার পর যারা উত্তীর্ণ হয়ে তাদের মৌখিক পরীক্ষাও ইতিমধ্যে নেওয়া হয়েছে। এই পরীক্ষা নেওয়ার প্রায় তিন মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। কিন্তু এখনো তাদের অফার দেওয়া হচ্ছে না। যুবক যুবতীদের অধিকাংশের অন্যান্য সরকারি দপ্তরে চাকরির আবেদন করার বয়স সীমা প্রায় শেষ হয়ে গিয়েছে। তাই সরকার যাতে দ্রুত তাদেরকে চাকরিতে নিয়োগ করে এই দাবিতে এদিন তারা অবস্থান বিক্ষোভ করেন। সেইসঙ্গে পরিষ্কার জানিয়ে দেয় সরকারের বিরোধী নন তারা, শুধুমাত্র চাকরির বয়স সীমা পেরিয়ে যাচ্ছে, সময় মত যাতে চাকরি দেওয়া হয় এই আহ্বানকে সামনে রেখে তারা এদিন এসেছেন বলেও জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 + eleven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য