Tuesday, March 11, 2025
বাড়িখবররাজ্যভিত্তিহীন অভিযোগ তুলে বিজেপিকে কালিমা লিপ্ত করার চেষ্টা চালাচ্ছে কংগ্রেস -...

ভিত্তিহীন অভিযোগ তুলে বিজেপিকে কালিমা লিপ্ত করার চেষ্টা চালাচ্ছে কংগ্রেস – নবেন্দু ভট্টাচার্য

মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য এবং মিডিয়া ইনচার্জ সুনিত সরকার। এদিন সংবাদমাধ্যমের সামনে বিরোধী কংগ্রেস দলকে তুলোধনু করে প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন একাধিক ভিত্তিহীন অভিযোগ তুলে বিজেপি সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে কংগ্রেস দল।

আজ কংগ্রেসের জনসভা থেকে ওঠা বিজেপি সরকারের আমলে চাকরি না দেওয়ার অভিযোগের বিরুদ্ধে নবেন্দু ভট্টাচার্য বলেন বিজেপি সরকারের আমলে ১৭৬৪৫ জনের চাকুরী হয়েছে যার মধ্যে কোনো ধরনের দুর্নীতির প্রমাণ নেই। স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমেই এই চাকুরীগুলি দেওয়া হয়েছে। কিন্তু কংগ্রেস আমলে চাকুরী দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে তিনি জানান ১৯৯০ সালে টিসিএস এবং টিপিএস পদে নিয়োগের ক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করা হয়েছিল তাছাড়া বিয়ের উপহার হিসেবে দেওয়া হত চাকুরীর অফার।

এছাড়া কংগ্রেস আমলে রাজনৈতিক সন্ত্রাসের কথা তুলে ধরে তিনি বলেন ১৯৯৩ সালে নির্বাচনের আগে পুরসভা ভাংচুর, পঞ্চায়েত ভাঙচুর, খাদ্য কেলেঙ্কারি, ছাত্রদের পাঠ্যপুস্তক কেলেঙ্কারি, বিভিন্ন স্কিমের টাকা লোপাট আরো প্রচুর ঘটনা ঘটেছে যা মানুষ এখনও ভুলেনি।

তাছাড়া মানুষ এখন সচেতন। বিজেপির ২য় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জমায়েতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছে। যা পরিলক্ষিত করে ঘাবড়ে গেছে কংগ্রেস যার ফলে ভিত্তিহীন অভিযোগ তুলে বিজেপিকে কালিমালিপ্ত করার অপপ্রয়াস চালাচ্ছে কংগ্রেস বলে অভিমত ব্যক্ত করলেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য