জঙ্গল থেকে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার ।পরিবারের সন্দেহ খুন ।মৃত ব্যক্তির নাম রণবীর দেব ।ঘটনা মলয় নগর বাইপাস সড়কের পাশে। মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
মঙ্গলবার সকালে মলয় নগরের বাইপাস সড়কের পাশের জঙ্গল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ ।মৃত ব্যক্তির নাম রণবীর দেব ।বয়স আনুমানিক বাহান্ন বছর ।বাড়ি যোগেন্দ্রনগর কুলু কামিনি টিলা এলাকায়। গলায় ফাঁস লাগানো থাকলেও মৃত দেহটি জঙ্গলে বসা অবস্থায় ছিল ।খবর পেয়ে বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। বাড়ির লোকজনদের সন্দেহ, এভাবে মাটিতে বসে কেউ ফাঁসিতে আত্মহত্যা করতে পারেন না ।বিষয়টি নিয়ে ঘোর সন্দেহ প্রকাশ করেন মৃতের বোন ।তার অভিযোগ, তার ভাইকে হত্যা করা হয়েছে।তিনি আরো জানান রবিবার মেলা থেকে রাতে বাড়ি ফিরে আসেন তার ভাই। সোমবার সকালে বাড়িতে খাওয়া দাওয়াও করে ।সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যায় ।এরপর থেকে তার ভাইয়ের কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না ।বারবার ফোন করা হলেও তার ভাই ফোন রিসিভ করছিল না। ঘটনার তদন্ত হওয়া উচিত বলে মনে করেন তিনি।
এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাটি খুন না আত্মহত্যা তা নিয়ে দোটানায় রয়েছে পুলিশ ।এদিন এক পুলিশ আধিকারিক জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না এলে পরে ঘটনাটি খুন না আত্মহত্যা তা বলা যাবেনা। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানান পুলিশ আধিকারিক।
স্থানীয় জনগণের ধারণা, মাটিতে বসে থেকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করা যায় না ।এর পেছনে ঘোর রহস্য রয়েছে ।এই মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে মলয়নগর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।