অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত করে চাকরি দিন ,নতুবা বিষ দিন -চাকরি নিয়ে বেকারদের সাথে এই ধরনের খেলা আর সহ্য হচ্ছে না ।এদিন কারা দপ্তরের আধিকারিকের সাথে দেখা করে এমনই ক্ষোভ ব্যক্ত করলেন 2022 সালের জেল পুলিশের চাকরিপ্রার্থীরা।
২০২২ সালে জেল পুলিশে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্য সরকার ।সেই মতো বিজ্ঞপ্তি জারি হয় ।বিজ্ঞপ্তি অনুসারে জেল পুলিশে নিয়োগের জন্য শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও সম্পন্ন হয় ।কিন্তু এখন পর্যন্ত এই পরীক্ষার ফলাফল প্রকাশ করছে না কারা দপ্তর। পাশাপাশি কোন এক অজ্ঞাত কারণে জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন করছেনা সরকার। এদিকে চাকরির দাবিতে বেকার প্রার্থীরা কিছুদিন পর পর কারা দপ্তরের আধিকারিকের নিকট মিলিত হয়ে চাকরির দাবি জানাচ্ছেন। সোমবারও জেল পুলিশের শারীরিক পরীক্ষায় অংশগ্রহণকারীরা কারা দপ্তরের আধিকারিক এর কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের অভিযোগ ,চার বছর হয়ে গেছে, এখনও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না ।কেন্দ্র এবং রাজ্যে একই দলের সরকার রয়েছে ।এই অবস্থায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চার বছর সময় লাগার কথা নয় ।এদিন চাকরিপ্রার্থীদের একজন জানান ,গোটা বিষয়টি নিয়ে বেকারদের সাথে খেলা হচ্ছে বলে মনে হচ্ছে উনার ।উনি আরো জানান ,সরকার চাকরি দিক নতুবা আমাদের বিষ দিক। এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না বলে জানান তিনি।
এদিন চাকরি পার্থীরা জেল পুলিশের আইজির নিকট ডেপুটেশন প্রদান করেন ।ডেপুটেশন প্রদানে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান তারা। উল্লেখ্য, এসটিজিটির মতই জেল পুলিশে নিয়োগের ক্ষেত্রেও প্রশাসন দীর্ঘ সময় অতিবাহিত করছে। বিষয়গুলি নিয়ে বিভিন্ন মহলে ক্রমশই রহস্য ঘনীভূত হচ্ছে।