Wednesday, March 12, 2025
বাড়িখবররাজ্যশিক্ষাক্ষেত্রে সরকারের ব্যর্থতা নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবী এন এস ইউ আইয়ের

শিক্ষাক্ষেত্রে সরকারের ব্যর্থতা নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবী এন এস ইউ আইয়ের

সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেসের ছাত্র সংগঠন এন এস ইউ আইয়ের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় । এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এনএসইউআই রাজ্য সভাপতি সৌরভ কুমার শীল ও সংগঠনের অন্যান্য নেতৃত্বরা । এদিন এনএসইউআই রাজ্য সভাপতি সৌরভ কুমার শীল সংবাদমাধ্যমের সামনে রাজ্যের শিক্ষাক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে , তিনি বলেন শিক্ষা ব্যবস্থা উন্নয়নে রাজ্য সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ । তাই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান তিনি । তাছাড়া তিনি বলেন শিক্ষাক্ষেত্রে নানা সমস্যার মধ্যে অন্যতম হলো শিক্ষক স্বল্পতা, এছাড়া দিন দিন বেড়েই চলছে ড্রাগসের রমরমা , তা দেখেও মুখ্যমন্ত্রী নিরব ভূমিকা পালন করছেন ।

পাশাপাশি রাজ্যের বিদ্যালয় এবং কলেজ চত্বরে যেভাবে ছাত্র যুবদের মধ্যে যে পরিমান নেশার আসক্তি লক্ষ করা যাচ্ছে বিগত দিনে পরিস্থিতি এমন ছিল না , তা সত্বেও এ বিষয়ে রাজ্য সরকার কোন কঠোর পদক্ষেপ নিচ্ছেন না বলেও অভিযোগ করেন এনএসইউআই রাজ্য সভাপতি সৌরভ কুমার শীল । এছাড়া মাধ্যমিক পাস করলে মেয়েদের স্কুটি প্রদানের যে প্রতিশ্রতি গতকাল বিবেকানন্দ ময়দানে ভাষনের মধ্য দিয়ে দিয়েছেন তা কিভাবে সম্ভব হবে বলেও বিস্ময় প্রকাশ করেন তিনি কেননা আইন মোতাবেক ১৮ বছরের আগে কোন ছেলে বা মেয়েকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় না , তাই এধরনের প্রতিশ্রুতি প্রদান নিয়েও প্রশ্ন তুলেন তিনি তিনি। সৌরভ কুমার শীল ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য