Wednesday, March 12, 2025
বাড়িখবররাজ্যপুঁথিগত শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের জন্য খেলাধুলাও প্রয়োজন - মেয়র

পুঁথিগত শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের জন্য খেলাধুলাও প্রয়োজন – মেয়র

সুস্থ দেহ ও সুস্থ মনের জন্য পুঁথিগত বিদ্যার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন রয়েছে। বুধবার রাজধানীর অরুন্ধতীনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করে এই কথা বলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। অনুষ্ঠানে এলাকার কর্পুরেটর অলোক রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বুধবার রাজধানীর অরুন্ধতীনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর অলক রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ,অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবক বৃন্দ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের কচিকাঁচা ছাত্রছাত্রীরা নৃত্যের পাশাপাশি যোগা প্রদর্শন করেন ।এরপর শুরু হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করে আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, পুঁথিগত শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা প্রয়োজন। এতে করে ছাত্র- ছাত্রছাত্রীরা সুস্থ দেহের অধিকারী হয়। তিনি আরো জানান, দেহ সুস্থ থাকলেই মানসিকতা সুস্থ থাকবে ।আর সুস্থ দেহ ও মানসিকতায় কর্তব্য এবং দায়িত্ব সঠিকভাবে পালন করা সম্ভব হবে।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর অলক রায় সহ অন্যান্যরা ।এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং অভিভাবক মহলে উৎসাহ ও উদ্দীপনা ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য