রাজ্যের সব ভাষার মর্যাদা রক্ষায় বদ্ধপরিকর রাজ্য সরকার। শুক্রবার রাজধানীর টাউনহলে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে বললেন মন্ত্রী রতন লাল নাথ ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পদ্মশ্রী ডক্টর অরুণোদয় সাহা ,তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক পরামর্শদাতা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা।
শুক্রবার আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ।সারা বিশ্বের সাথে এদিন রাজ্যেও মাতৃভাষাকে সম্মান জানাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এদিন রাজধানীর টাউন হলে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ ,কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ ।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,পদমশ্রী ডক্টর অরুণোদয় সাহা ,মধ্যশিক্ষা ও বুনিয়াদি শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক পরামর্শদাতা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা ।অনুষ্ঠানের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন ,শিশুদের মাতৃভাষার চর্চায় পিতা-মাতার দায়িত্ব রয়েছে ।মাতৃভাষাতেই অধ্যয়নের কাজ হৃদয়ঙ্গম হয়। এই প্রসঙ্গে ক্রিকেটার কপিল দেব থেকে শুরু করে হরভাজন সিং সহ বিভিন্ন ব্যক্তিত্বদের নাম উল্লেখ করে মন্ত্রী বলেন ,এরা সবাই মাতৃভাষাতেই উন্নতির শীর্ষে পৌঁছেছে ।তিনি বলেন ,ঋগ্বেদও বলেছে, মাতৃভাষার প্রতি শ্রদ্ধা রাখা উচিত ।মন্ত্রী আরো বলেন, বাংলা ভাষার জন্যই মাতৃভাষার এই বিশ্ব দিবস পাওয়া গেছে ।এর পেছনে রয়েছে বাংলাদেশের ভাষা আন্দোলন ।যে আন্দোলন একটি দেশকে স্বাধীন করেছিল ।মন্ত্রী আরো বলেন, রাজ্য সরকার রাজ্যের সবকটি মাতৃভাষার মর্যাদা রক্ষায় বদ্ধপরিকর।
এই অনুষ্ঠানে মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা গানটি বাংলা, ককবরক এবং হিন্দি ভাষায় পরিবেশন করা হয় ।অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধ্যশিক্ষা ও বুনিয়াদি শিক্ষা অধিকর্তা এন সি শর্মা ,পদ্মশ্রী ডক্টর অরুণোদয় সাহা ,মেয়র দীপক মজুমদার প্রমূখ।