Wednesday, February 19, 2025
বাড়িখবররাজ্যরাজধানীর সেন্ট্রাল রোডে ট্রাফিক ইউনিট ও পৌরনিগমের যৌথ অভিযান

রাজধানীর সেন্ট্রাল রোডে ট্রাফিক ইউনিট ও পৌরনিগমের যৌথ অভিযান

বুধবার কামান চৌমুহনী থেকে মহারাজগঞ্জ বাজার পর্যন্ত রাস্তার দুপাশে অভিযান চালাল আগরতলা পৌরনিগম এবং ট্রাফিক দপ্তর। অভিযান কালে সংশ্লিষ্ট সড়কের ফুটপাত দখল মুক্ত করার জন্য ব্যবসায়ীদের কাছে আহ্বান জানান পশ্চিম জেলা ট্রাফিক পুলিশের সুপার মানিক দাস।

রাজধানীর মহারাজগঞ্জ বাজারকে কেন্দ্র করে যান চলাচল স্বাভাবিক রাখতে উদ্যোগ গ্রহণ করল আগরতলা পৌরনিগম এবং ট্রাফিক ইউনিট ।বুধবার পৌর নিগম এবং ট্রাফিক ইউনিটের যৌথ উদ্যোগে রাজধানীর কামান চৌমুহনী থেকে মহারাজগঞ্জ বাজার পর্যন্ত সেন্ট্রাল রোডের উভয় পাশে অভিযান চালানো হয়। এই অভিযান কালে কর্তৃপক্ষ দেখতে পান যে সংশ্লিষ্ট সড়কের দু ধারেই ব্যবসায়ীরা ফুটপাত দখল করে বিভিন্ন সামগ্রী রেখে দিয়েছেন। ফুটপাত না পেয়ে পথচারীরা স্বাভাবিকভাবেই মূল সড়ক ব্যবহার করছেন ।এতে যানজটের সৃষ্টি হচ্ছে। এই বিষয়ে ট্রাফিক ইউনিটের পশ্চিম জেলার পুলিশ সুপার মানিক দাস জানান, ব্যবসায়ীদের অবিলম্বে ফুটপাত দখল মুক্ত করতে হবে ।তিনি আরো জানান, ফাইন আদায় করা আমাদের মূল লক্ষ্য নয় ।আমাদের মূল লক্ষ্য মহারাজগঞ্জ বাজারকে কেন্দ্র করে সব কটি সড়কের যান চলাচল স্বাভাবিক রাখা। অবিলম্বে ফুটপাত দখল মুক্ত করা না হলে কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ গ্রহণ করতে দ্বিধাবোধ করবে না বলে জানান তিনি।

পথচারীরা ট্রাফিক ইউনিট এবং পৌর নিগমের এই যৌথ উদ্যোগকে স্বাগত জানান। তবে একাধিক পথচারী এদিন ক্ষোভ প্রকাশ করে বলেন, কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সড়কে নিয়মিত পর্যবেক্ষণ করে না ।তাই স্থানীয় ব্যবসায়ীরা ফুটপাত দখল করে রাখে ।আর গাড়ি চালকরা যত্রতত্র গাড়ি পার্কিং করে রাখে ।এই বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি নিয়মিত পর্যবেক্ষণ রাখা প্রয়োজন বলে মনে করেন পথচারীরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen + 17 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য