রাজধানীর ব্যস্ততম জায়গাগুলির মধ্যে অন্যতম হল বটতলা বাজার এলাকা । এছাড়া রাজধানির আরও একটি ব্যস্ততম এলাকা হল জিবি বাজার এলাকা । যত্রতত্র জায়গায় দাড় করিয়ে রাখা হচ্ছে দুচাকা কিংবা চার চাকার বাহন ।যার ফলে ব্যস্তুতম এলাকাগুলিতে শুরু হচ্ছে যানজট । পথচারীদের পড়তে হচ্ছে ব্যাপক সমস্যায় । এমনকি গুরুতর অবস্থায় থাকা রোগীকে হাসপাতালে নিয়ে যেতেও সমস্যার সন্মুখিন হতে হয় এই যানজটের ফলে রোগীর পরিবার পরিজনদের ।সেদিকে লক্ষ রেখেই সোমবার আবার ট্রাফিক আধিকারিক সুধাম্বিকা আরের নেতৃত্বে এনফোর্সমেন্ট টিমের অভিযানে নামে জিবি বাজার এলাকায়। এদিন নোটিশ পাঠানো হয় বেআইনিভাবে গাড়ি পাকিং করার জন্য মালিকদের । নেওয়া হবে আইনি ব্যবস্হাও। এদিন ট্রাফিক আধিকারিক সুধাম্বিকা আর সংবাদ মাধ্যমকে জানান, জিবি বাজারের আনাচে-কানাচে যত্রতত্র এলাকায় গাড়ি মোটর বাইক স্কুটি সহ নানান যানবাহন যেখানে খুশি সেখানেই পার্কিং করে চলছে জনগণ। মূলত বাজারের যানজট মুক্ত রাখতে আজকের এই অভিযান। তাছাড়া বেআইনিভাবে রাস্তায় গাড়ি ও বাইক যেন দাঁড় না করায় সে বিষয়ে সর্তক করা হয়েছে। আগামীদিনেও এরকম অভিযান জারি থাকবে বলে জানান এডিশনাল এসপি সুধাম্বিকা আর।