Wednesday, July 2, 2025
বাড়িখবররাজ্যসোমবার পশ্চিম আগরতলা থানায় ওয়াই টি এফ পক্ষ থেকে ফেইসবুক পেইজ অনুসন্ধানের...

সোমবার পশ্চিম আগরতলা থানায় ওয়াই টি এফ পক্ষ থেকে ফেইসবুক পেইজ অনুসন্ধানের বিরুদ্ধে মামলা।

ফেসবুক পেজ নিউজ অনুসন্ধান বিরুদ্ধে অভিযোগ রাজ্যে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির জন্য ত্রিপুরা রাজপরিবারের প্রধান মহারাজা প্রদ্যোত কে ‘ বাটপারী’ বলার জন্য ‘সংবাদ অনুসন্ধান’- এর বিরুদ্ধে মামলা করে পশ্চিম থানায় ওয়াই টি এফ । এই দিন মামলা করেন ওয়াই টি এফ এর সভাপতি সুরজ দেববমা,জীতেন পশ্চিম জেলার সভাপতি, সহ ৫ জনের প্রতিনিধি দল। মামলা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সভাপতি সুরুজ দেববমা জানান ফেসবুক পেজ নিউজ অনুসন্ধান’ ১৬/২/২০২৫ তারিখে বাংলা ভাষায় ‘প্রদ্যুত এর বাটপারী’ শব্দটি ব্যবহার করে একটি ঘৃণামূলক সংবাদ পোস্ট করেছে যা সরাসরি রাজ্যে আদিবাসী সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষের পরিবেশকে প্রতিফলিত করে, কারণ মহারাজা কে বটপার ডাকাও বলাহয়েছে যা তিপ্রাসাসম্প্রদায়ের জন্য ঘৃণ্য বিষয় এই সংবাদের বিষয়বস্তুর কারণে এটি রাজ্যে দুটি সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করতে পারে। তাই ফেসবুক পেজ নিউজ অনুসন্ধান এর কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবী রাখেন পুলিশ উপযুক্ত ব্যবস্থার গ্রহণ না করলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য