রাজধানীর উইমেন্স কলেজ এনএসএস ইউনিটের উদ্যোগে প্রতিনিয়তই সমাজ সচেতনমূলক কর্মসূচী হাতে নিয়ে জনসাধারনের মধ্যে তুলে ধরতে দেখা যায় । এবার এরা ময়দানে নামলো জৈব মশা নিরোধক ব্যবহারের সুফল জনসাধারনের মধ্যে তুলে ধরার লক্ষে । এদিনের কর্মসূচীটি পালিত হয় রাজধানীর রাজবাড়ী সংলগ্ন এলাকায় । এদিন পথচলতি মানুষদের মধ্যে জৈব মশা নিরোধক ব্যবহারের সুফল সম্পর্কে প্রচারপত্র বিলি করে কোনরকম রাসায়নিক পদার্থ ব্যবহার না করে জৈব উপায়ে মশার উপদ্রব কম করার বিষয়ে সচেতন করেন মানুষদের। এদিনের অভিযান প্রসঙ্গে উইমেন্স কলেজের এক ছাত্রী সংবাদ মাধ্যমকে জানান এই প্রচার অভিযানের মূল লক্ষ্য হল নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। কেননা মানুষ ইচ্ছাকৃতভাবে ড্রেনে আবর্জনা জল আটকে দিচ্ছেন। এর ফলে মশা বংশবৃদ্ধি করে জনজীবন বিপর্যস্ত করে তুলছে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরি করা ।