Thursday, February 20, 2025
বাড়িখবররাজ্যসিবিআই'র ক্যাম্প অফিস থেকে চুরি যাওয়া আরো কিছু সামগ্রী উদ্ধার

সিবিআই’র ক্যাম্প অফিস থেকে চুরি যাওয়া আরো কিছু সামগ্রী উদ্ধার

শ্যামলী বাজারস্থিত সিবিআই এর ক্যাম্প অফিস থেকে চুরি যাওয়া আরো কিছু মালামাল উদ্ধার করতে সক্ষম হলো এনসিসি থানার পুলিশ ।সিবিআই ক্যাম্প অফিসের চুরি কান্ডে ধৃত ছয়জনের মধ্যে চারজনকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে এই সামগ্রী গুলি উদ্ধার করা হয়। এদিন এনসিসি থানার এসডিপিও সুব্রত বর্মন এই সংবাদ জানিয়েছেন।

রাজধানীর শ্যামলী বাজার স্থিত সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা cbi এর ক্যাম্প অফিস থেকে চুরি যাওয়া আরো কিছু সামগ্রী পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে ।দীর্ঘ প্রায় পাঁচ মাস বাদে সিবিআই আধিকারিকরা গত 11 ফেব্রুয়ারি শ্যামলী বাজারের ক্যাম্প অফিস পরিদর্শনে যায় ।পরিদর্শনে গিয়ে দেখেন ক্যাম্প অফিসের দুটি কোয়াটারের প্রাচীর এবং টিনের চাল বাদে আর কিছুই অবশিষ্ট নেই ।সব কিছুই চোরের দল চুরি করে নিয়ে গেছে ।সাথে সাথেই সিবিআইয়ের আগরতলা ইউনিটের ইন্সপেক্টর অনুরাগ বিষয়টি এনসিসি থানায় জানান ।অভিযোগ পেয়েই এনসিসি থানা কর্তৃপক্ষ একটি মামলা হাতে নিয়ে সিবিআই অফিসে চুরি কান্ডের তদন্তে নামে ।এই তদন্তের ভার পড়ে অভয়নগর আউটপোস্টের ওসি এসআই জয়নাল হোসেনের উপর ।এস আই জয়নাল হোসেন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রথমে দুইজন চোরকে আটক করে। তাদের কাছ থেকে চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয় ।পাশাপাশি এই চুরি কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। এই চুড়ি কাণ্ডে ধৃতরা হল যথাক্রমে বিপ্লব দেববর্মা, রাজু ভৌমিক ,দিলীপ সরকার ,বিল্টু তাঁতি এবং আরো দুজন ।এদের মধ্যে বিপ্লব দেববর্মা, রাজু ভৌমিক দিলীপ সরকার এবং বিল্টু তাতীকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালানো হয়। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬ টি চেয়ার, পাঁচটি অফিস টেবিল ,ছয়টি সিলিং ফ্যান ,একটি স্ট্যান্ড ফ্যান ,পাঁচটি দরজা, ছয়টি জানলা এবং একটি সিনটেক্স উদ্ধার করা হয় ।রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনসিসি থানার এসডিপিও সুব্রত বর্মন এই সংবাদ জানান। তিনি জানান, সিবিআই এর ক্যাম্প অফিস থেকে যে বৈদ্যুতিন তারগুলি চুরি করা হয়েছে সেগুলি তারা বিক্রি করে ফেলেছে ।এই তারগুলি উদ্ধার করার চেষ্টা চলছে বলে জানান এসডিপিও সুব্রত বর্মন।

চোরের দল সিবিআই এর ক্যাম্প অফিসে হানা দিয়ে তল্পি তল্পা সহ সবকিছু চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় বিভিন্ন মহলে চাঞ্চল্য ছড়ায়। রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা ও সিবিআইয়ের আগরতলা ইউনিটের আধিকারিখদের অফিস রক্ষা করার ক্ষেত্রে তালবাহানা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine − one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য