Thursday, February 20, 2025
বাড়িখবররাজ্যন্যায্য প্রাপ্যের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলো দৈনিক হাজিরা কর্মীরা

ন্যায্য প্রাপ্যের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলো দৈনিক হাজিরা কর্মীরা

এবার নিজেদের ন্যায্য প্রাপ্য দৈনিক হাজিরার দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলো এডি নগরস্থিত সেন্ট্রাল স্টোরে কর্মরত দৈনিক হাজিরা কর্মীরা। তাদের অভিযোগ বর্তমান বাড়তে থাকা বাজার মূল্যের তুলনায় তাঁদের উপার্জন অত্যন্ত ক্ষুদ্র। যার ফলে সীমিত উপার্জনে সংসার চালনা করা দুঃসাধ্যকর হয়ে দাঁড়িয়েছে। এদিন কর্মীরা জানান দীর্ঘদিনের অভিজ্ঞতা ও নিরবচ্ছিন্ন পরিশ্রম সত্ত্বেও স্থায়ী কোনো আর্থিক নিশ্চয়তা নেই। তাছাড়া সংশ্লিষ্ট দপ্তর ও সরকারকে তাঁদের দুর্দশার কথা লিখিত আবেদনপত্রের মাধ্যমে জানিয়ে দ্রুত সমাধানের আহ্বান জানিয়ে ছিলেন। কিন্তু তাদের পক্ষ থেকেও কোন প্রকার উত্তর আসে নি তাই। তাই তারা চাইছে প্রশাসন যেন মানবিকতার দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য