ভ্যালেন্টাইন ডে’র রাতে রাজধানীতে দেহ ব্যবসার ঠেকে পুলিশের হানা। আটক তিন যুবতী। একটি ফ্ল্যাটের মধ্যে চলছিল যুবক যুবতীদের অসংলগ্ন কর্মকাণ্ড। এই অভিযোগ হারাধন সংঘ ক্লাবের কর্মকর্তারা ওই ঘরে হানা দিয়ে তিনজন যুবতীকে আটক করে। যদিও ঘরের জানালা ভেঙে পালিয়ে যায় যুবতীদের সাথে থাকা যুবকরা।
রাজধানীর হারাধন সংঘ এলাকার লেক ভিউ অ্যাপার্টমেন্ট নামে একটি ফ্ল্যাটের মধ্যে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ চলছিল বলে অভিযোগ করে আসছিলেন স্থানীয় ক্লাবের কর্মকর্তা। এরমধ্যে শুক্রবার ভ্যালেন্টাইন ডে’র রাতে একদল যুবক যুবতী সেই ফ্ল্যাটে অবস্থান নিয়েছিল। স্থানীয়দের অভিযোগ, সেই বাড়িতে অনৈতিক কার্যক্রম চালানোর জন্য জড়ো হয়েছিল এই যুবক যুবতীরা। এই বিষয়ে বাড়ির মালিক অনির্বাণ দের মা জানিয়েছেন, ২০১৯ সাল থেকে এই বাড়িতে তার ছেলে হোম স্টে র জন্য ভাড়া দিয়ে আসছিলেন। তিনটি রুমে চলত এই ভাড়ার ব্যবসা। কিন্তু সেখানে কোন অসামাজিক কাজ হয় কিনা তা তার জানা নেই। তবে যারাই আসে তারা প্রত্যেকেেই স্বামী স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে এখানে থাকেন।
এলাকার লোকজনের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরেই লক্ষ করে আসছিলেন এই বাড়িতে প্রায় প্রতিদিন কোন না কোনো যুবতী আসতো এবং পরবর্তীতে অন্য কোন যুবক এসে সেখানে রাত কাটিয়ে যেত। তারা নিশ্চিত যে, এই জায়গায় অসামাজিক কার্যকলাপ চলে আসছে। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে থানায় খবর দিয়ে পুলিশের হাতে কয়েকজন যুবতীকে তুলে দেওয়া হয়েছে। যদিও ঘটনা প্রসঙ্গে মুখ খুলতে নারাজ পুলিশ। পশ্চিম থানার পুলিশকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলেও পুলিশ কিছুই বলতে পারেনি। স্বাভাবিকভাবে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।