আগরতলা রেলস্টেশন থেকে শুক্রবার সন্ধ্যায় এক ভারতীয় দালাল সহ এক মহিলা বাংলাদেশী অনুপ্রবেশকারী গ্রেফতার। অপরদিকে শুক্রবার যোগেন্দ্রনগর রেলস্টেশনে অভিযান চালিয়ে দুটি বেগ থেকে মোট ১৯ কেজি দাবিহীন গাঁজা উদ্ধার করে রেল পুলিশ। দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ।
ফের আগরতলা রেলস্টেশন থেকে ভারতীয় দালাল সহ এক মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার। আগরতলা রেল স্টেশনের জিআরপিএফ থানার পুলিশ, বিএসএফ এবং আরপিএফ- এর যৌথ অভিযানকালে এদের গ্রেফতার করা হয়। ধৃত বাংলাদেশি মহিলা অনুপ্রবেশকারীর নাম তাসলিমা আক্তার ।বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায়। তার সাথে ধৃত ভারতীয় দালালের নাম আরবজান শেখ ।তার বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। শনিবার আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ আধিকারিক তাপস দাস এই সংবাদ জানান ।তিনি জানান ধৃত বাংলাদেশী মহিলা অনুপ্রবেশকারী এবং ভারতীয় দালালকে শনিবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হবে। ধৃতদের কাছ থেকে কিছু বাংলাদেশী ডকুমেন্টস সহ বাংলাদেশের টাকা উদ্ধার করা হয়েছে।
এদিন আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ আধিকারিক তাপস দাস আরো জানান, শুক্রবার বিকেলে যোগেন্দ্রনগর রেল স্টেশনে অভিযান চালিয়ে দুটি ব্যাগ থেকে দাবিহীন উনিশ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে ।তবে এই ক্ষেত্রে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি ।গাঁজা পাচারের সাথে কারা যুক্ত রয়েছে সেই বিষয়ে জোর তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।
এদিকে মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার প্রসঙ্গে আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ আধিকারিক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ,কাজের উদ্দেশ্যেই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে আসে ধৃত অভিযুক্ত তাসলিমা আক্তার ।এক্ষেত্রে তাকে সাহায্য করে আরবজান শেখ।