Sunday, February 23, 2025
বাড়িখবররাজ্যহস্ত কারু শিল্প সেবা কেন্দ্রের আগরতলা শাখায় তিন দিনের শিবির শুরু

হস্ত কারু শিল্প সেবা কেন্দ্রের আগরতলা শাখায় তিন দিনের শিবির শুরু

নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীকে হস্ত ও কারুশিল্পে উৎসাহিত করার লক্ষ্যে তিনদিনের নৈপুণ্য প্রদর্শন ও সচেতনতামূলক শিবি র শুক্রবার থেকে শুরু হয়েছে। রাজধানীর লিচু বাগান স্থিত হস্ত কারু শিল্প সেবা কেন্দ্র আগরতলা শাখায় আয়োজিত এই শিবির উদ্বোধন করেন রাজ্যের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কারিগর তপন চন্দ্র দাস।

দেশব্যাপী নতুন করে হস্ত ও কারুশিল্পকে জাগিয়ে তোলার প্রয়াস নিয়েছে ভারত সরকার ।এই লক্ষ্যে দেশের প্রতিটি হস্ত ও কারু শিল্প-সেবাকেন্দ্রে বিশেষ নৈপূণ্য প্রদর্শন ও সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হচ্ছে ।এরই অঙ্গ হিসেবে শুক্রবার থেকে রাজধানীর লিচু বাগানের হস্ত কারুশিল্প সেবা কেন্দ্র আগরতলা শাখায় তিন দিনের এক বিশেষ শিবির শুরু হয়েছে ।এই শিবিরের উদ্বোধন করেন রাজ্যের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কারিগর তপন চন্দ্র দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্ট অ্যান্ড ক্রাফট কলেজের ৫০ জন ছাত্রছাত্রী ,কলেজের একাধিক ফ্যাকাল্টি মেম্বার সহ অন্যান্যরা। মূলত ছাত্র-ছাত্রীদের হস্ত ও কারু শিল্পের প্রতি আকর্ষণ বৃদ্ধি করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে ।ছাত্রছাত্রীরা যেন এই শিল্পকে পেশা হিসেবে বেছে নিয়ে আত্মনির্ভর হতে পারেন এরই লক্ষ্যে এই উদ্যোগ ।এদিন লিচুবাগানস্থিত হস্ত ও কারুশিল্প সেবা কেন্দ্র আগরতলা শাখার সহকারী অধিকর্তা পম্পা কর্মকার এই সংবাদ জানিয়েছেন।

হস্ত ও কারু শিল্পের তিন দিনের এই বিশেষ নৈপুণ্য প্রদর্শন ও সচেতনতামূলক শিবির কে কেন্দ্র করে আর্ট এন্ড ক্রাফট কলেজের ছাত্র-ছাত্রীদের উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven − five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য