Wednesday, February 5, 2025
বাড়িখবররাজ্যবাংলাদেশ সহকারী হাইকমিশনের কার্যালয়ে ভিসা পরিষেবা শুরু

বাংলাদেশ সহকারী হাইকমিশনের কার্যালয়ে ভিসা পরিষেবা শুরু

প্রায় ২ মাস বন্ধ থাকার পর বুধবার থেকে চালু হলো আগরতলাস্থিত বাংলাদেশ সহকারি হাইকমিশনের কার্যালয়ে ভিসা পরিষেবা ।দীর্ঘদিন বাদে ভিসার জন্য আবেদন করে হাতে ভিসা পেয়ে খুশি নাগরিকরা।

২০২৪ সালের ৩ ডিসেম্বর আগরতলাস্থিত বাংলাদেশ সরকারি হাইকমিশনারের কার্যালয়ের সামনে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে ।এর জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল ভিসা পরিষেবার কাজকর্ম। দীর্ঘ প্রায় দুই মাস দুই দিন বাদে বুধবার থেকে পুনরায় চালু হয় ভিসা পরিষেবার কাজকর্ম। সংশ্লিষ্ট বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল ।বিজ্ঞপ্তিতে সেই খবর পেয়ে বুধবার বাংলাদেশের যাওয়ার জন্য মানুষ ভিসার আবেদন করতে আগরতলাস্হিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের কার্যালয়ে উপস্থিত হন। অনেকেই আবেদনের ভিত্তিতে ভিসা পেয়ে যান ।এদিন রাজধানীর স্বপন চন্দ্র দাস নামে এক বাসিন্দা জানান, বাংলাদেশ ভ্রমণের জন্য ভিসার আবেদন করতে তিনি কার্যালয়ে এসেছেন।আবেদনের ভিত্তিতে তিনি ভিসা পেয়ে যান ।ভিসা পেয়ে যাওয়ায় খুশি স্বপন চন্দ্র দাস জানান ,এখন স্বাধীনভাবে তিনি বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার ,সিলেট প্রবৃত্তি স্থানে ভ্রমণ করতে পারবেন।

বুধবার ভিসা হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন অপর এক মহিলাও ।তিনি জানান, বাংলাদেশ ভ্রমণের জন্য ভিসা পেয়ে যাওয়ায় তিনি স্বাভাবিকভাবেই খুব খুশি।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ছাত্র আন্দোলনের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের সরকার এবং প্রশাসনে পরিবর্তন আসে। বাংলাদেশের নতুন প্রশাসনের কিছু কাজকর্মে ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রীর সম্পর্কে কিছুটা ভাটা পড়ে ।বর্তমানে এই বিভেদ প্রাচীর দূরীভূত হতে শুরু করেছে ।এর ফলেই বুধবার থেকে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারি হাইকমিশনের কার্যালয়ে ভিসা প্রদানের কাজকর্ম শুরু হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 + 14 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য