গত বছরের ন্যায় এবছরও খুম্পুই কালচারাল একাডেমীর উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে সম্প্রীতি উৎসব। আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীর নেতাজী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে এই উৎসব। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান খুম্পুই কালচারেল একাডেমির কার্যকর্তারা।
গত বছরের ন্যায় এবছরও খুম্পুই কালচারাল একাডেমীর উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে সম্প্রীতি উৎসব। আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীর নেতাজী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে এই উৎসব। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান খুম্পুই কালচারেল একাডেমির কার্যকর্তারা। এদিন আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে খুম্পুই কালচারাল একাডেমির সম্পাদিকা পাঞ্চালি দেববর্মা অনুষ্ঠানের বিভিন্ন পরিবেশনা সম্পর্কে বিস্তারিত জানান। তিন দিন ব্যাপী আয়োজিত এই সম্প্রীতি উৎসবে পোশাক-আশাক ও খাদ্য সামগ্রীর মাধ্যমে রাজ্যের ১৯টি জনজাতির ঐতিহ্য ও সংস্কৃতি এবং বাঙালি অংশের মানুষের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হবে। একই সাথে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরাও এই উৎসবে অংশগ্রহণ করে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরবেন। এই উৎসবের মূল লক্ষ্য হল তরুণ প্রজন্মের মধ্যে সংস্কৃতির প্রতি গভীর উপলব্ধি জাগানো এবং সম্প্রীতির বার্তা প্রদান করা। সব মিলিয়ে ঐতিহ্য, বৈচিত্র্য এবং সম্প্রীতির প্রাণবন্ত চেতনার উদযাপনের প্রতিশ্রুতি নিয়ে শুরু হতে চলেছে খুম্পুই কালচারেল একাডেমী আয়োজিত এই সম্প্রীতি উৎসব।
তিনদিন ব্যাপী আয়োজিত এই সম্প্রীতি উৎসবের উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, মন্ত্রী অনিমেষ দেববর্মা এবং মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।