Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্য৫২ তম অল ত্রিপুরা মেডিক্যাল কনফারেন্সের উদ্বোধন

৫২ তম অল ত্রিপুরা মেডিক্যাল কনফারেন্সের উদ্বোধন

ভারতের ছোট রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা এখন সবচেয়ে দ্রুততার সাথে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বললেন মুখ্যমন্ত্রী রাজ্যে চিকিৎসকগণ যে যে জায়গায় কর্তব্যরত রয়েছেন তাদের নিজেদের কর্তব্য রক্ষার পাশাপাশি সরকারের জনকল্যাণমূলক কাজের সম্পর্কে জনসাধারণকে সচেতন করা প্রয়োজন । এতেই মানুষকে সঠিক পরিষেবা প্রদান করা সম্ভব হবে । মানুষেরও প্রকৃত উন্নতিসাধন হবে । আজ সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা শাখা আয়োজিত ৫২ তম অল ত্রিপুরা মেডিক্যাল কনফারেন্সের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন । প্রদীপ জ্বেলে এই সম্মেলনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী আরও বলেন , ত্রিপুরা এখন আর প্রত্যন্ত রাজ্য নেই । স্বাস্থ্য , শিক্ষা , পরিকাঠামো সকল ক্ষেত্রেই ত্রিপুরা এখন ভারতের সবক’টি উন্নত রাজ্যের সাথে অগ্রসর হচ্ছে । তিনি বলেন , ভারতের ১১ টি ছোট রাজ্যের মধ্যে ত্রিপুরা এখন সবচেয়ে দ্রুততার সাথে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে । মুখ্যমন্ত্রী বলেন , জিবি হাসপাতালে এখন অভিজ্ঞ ডাক্তারের পাশাপাশি অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার সুযোগ মানুষ নিতে পারছেন । বর্তমানে জিবি হাসপাতালে থেকে রেফার কেইসের সংখ্যাও অনেক কম হচ্ছে । মানুষ রাজ্যের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা ফিরে পাচ্ছেন । এই প্রসঙ্গে তিনি কিছুদিন পূর্বে জিবিপি হাসপাতালে রাজ্যের প্রথম ওপেন হার্ট সার্জারির কথা উল্লেখ করেন , যা সম্পূর্ণ বিনামূল্যে প্রধানমন্ত্রী আয়ুষ্মান কার্ডের মাধ্যমে সম্পন্ন হয় । এটি রাজ্যের চিকিৎসা পরিষেবার ইতিহাসে একটি মাইল স্টোন । তিনি বলেন , জিবিপি হাসপাতালে এখন অ্যাঞ্জিওপ্লাস্ট , বাইপাস , নিউরো সার্জারির মতো কঠিন ও জটিল অস্ত্রোপচার সম্ভব হচ্ছে । স্বাস্থ্য পরিষেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরন্তর প্রয়াস জারি রেখেছেন । তিনি বলেন , এখন রাজ্যের প্রত্যন্ত এলাকায় বসবাসকারী জনগণও সরকারের স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে পারছেন । এই প্রসঙ্গে তিনি বলেন , গন্ডাতুইসা হাসাপাতালকে ৫০ শয্যার হাসপাতালে রূপান্তর করা হয়েছে । গন্ডাতুইসা হাসপাতালের মতো প্রত্যন্ত এলাকার হাসপাতালেও তিনজন বিশেষজ্ঞ ডাক্তারকে পোস্টিং দেওয়া হয়েছে । মুখ্যমন্ত্রী বলেন , এই প্রথম ত্রিপুরায় ২৬ হাজার ৮৯৩ কোটি টাকার বৃহৎ মাপের বাজেট রাজ্যের বর্তমান সরকার পেশ করেছে । এবছর সরকার মহিলাদের কথা চিন্তা করে জেন্ডার বাজেট প্রকাশ করেছে । মহিলা স্বশক্তিকরণের কথা চিন্তা করে বাজেটে কর্মক্ষেত্রে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে । মহিলারা এখন উচ্চশিক্ষায় জেন্ডার অনুপাতে সংরক্ষণ পাবে । বাজেটে সরকার কর্মচারিদের জন্য হেলথ ইন্স্যুরেন্সের সংস্থান রাখা হয়েছে । তিনি বলেন , এবারের বাজেটে গতবছরের তুলনায় ১৯ শতাংশ বাড়ানো হয়েছে । তিনি বলেন , বর্তমান রাজ্য সরকার আগামী ২৫ বছর সরকার কি করবে সেই রূপরেখা তৈরি করে ফেলেছে । -২ – এর পাতায় মুখ্যমন্ত্রী বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পর্কে আলোকপাত করতে গিয়ে সাত্তুমের মৈত্রী সেতু নির্মাণ , সাত্তুমকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়া , ইন্টিগ্রেটেড চেকপোস্ট নির্মাণের কথা তুলে ধরেন । তিনি বলেন , সাত্তুম এখন শিল্প নগরী হয়ে উঠছে । বর্তমানে আগরতলা থেকে দিল্লি সরাসরি বিমান চালু রয়েছে । ত্রিপুরার সঙ্গে বিমান , রেল , সড়কের মাধ্যমে সারাদেশের সঙ্গে যোগাযোগ সম্প্রসারণ করা হচ্ছে । ত্রিপুরা আজ সম্পূর্ণভাবে দেশের প্রত্যেক রাজ্যের সঙ্গে সুসংবদ্ধ । বর্তমান সরকার জাতীয় সড়ক উন্নতিতেও বদ্ধপরিকর । চুরাইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত জাতীয় সড়কের উন্নতিসাধন হচ্ছে । প্রায় ৪০ কিলোমিটার পথ কমানো হচ্ছে । আগামীতে চুরাইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত অতি কম সময়েই আসা যাবে । রাজ্যের বর্তমান সরকার রাজ্যের সঙ্গে জলপথের যোগাযোগ ব্যবস্থারও সম্প্রসারণ করে চলছে । এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী চিটাগাং বন্দরের সঙ্গে ত্রিপুরার যোগাযোগের কথাও তুলে ধরেন । মুখ্যমন্ত্রী বলেন , ত্রিপুরায় এখন জাতীয় সড়ক উন্নতিকল্পে ১১ হাজার কোটি টাকার কাজ চলছে । ছামনুতে ডাবল লেন রোড তৈরি করা হচ্ছে । ২৫ কোটি টাকা ব্যয়ে ১০ টি জেটি নির্মাণ করা হবে । এতে আগামিতে পণ্যদ্রব্য উঠানামা এবং মানুষ আসা যাওয়া করতে অনেক সুবিধা পাবেন । তিনি বলেন , রাজ্য সরকার রাজ্যের পর্যটনের উপরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে । ত্রিপুরাতে আগের থেকে অনেক বেশি পর্যটক আসছেন । এতে ত্রিপুরার অর্থনৈতিকভাবেও সমৃদ্ধশালী হচ্ছে । তিনি বলেন , কিছুদিনের মধ্যেই ত্রিপুরাতে পুরোদস্তুরভাবে ফরেন্সিক ইউনিভার্সিটি চালু হয়ে যাবে । তখন ভারতের বাইরে থেকেও অনেক ছাত্রছাত্রী ত্রিপুরামুখী হবেন । মুখ্যমন্ত্রী বলেন , বর্তমান সরকার নেশার বিরুদ্ধেও কাজ করে চলছে । মহিলা নিরাপত্তায়ও সরকার দায়িত্বশীল । এবারের বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রে ২৩ শতাংশ বাজেট বাড়ানো হয়েছে । ডাক্তারদের উদ্দেশ্যে বলতে গিয়ে তিনি বলেন , ডাক্তারের সম্মান সমাজের চোখে অনেক বেশি , তাদের সবাইকে জনদরদি হয়ে লক্ষ্যমাত্রা রেখে একাগ্রচিত্তে কাজ করার পরামর্শ দেন । সময়োপযোগী কর্মসিদ্ধান্ত নির্ণয় করার জন্য বলেন । অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন মেডিক্যাল এডুকেশনের অধিকর্তা ডা . চিন্ময় বিশ্বাস , পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ডা . রাধা দেববর্মা , ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার সম্পাদক ডা . দামোদর চট্টোপাধ্যায় , ডা . অমর কান্তি চাকমা , ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সম্পাদক ডা . শাহজাহানন্দ প্রসাদ সিং এবং অর্গানাইজিং কমিটির সদস্য ডা . শঙ্কর রায় । স্বাগত ভাষণ দেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা শাখার সাংগঠনিক সম্পাদক ডা . অচিন্ত ভট্টাচার্য । অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শ্রীদেব সংস্থার স্মরণিকার আবরণ উন্মোচন করেন । অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট প্রবীণ ৬ জন চিকিৎসককে সংবর্ধনা দেওয়া হয় । অনুষ্ঠানে এই প্রথমবারের মতো রাজ্যের তিন জেলা থেকে তিনজন চিকিৎসককে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড দেওয়া হয় । অনুষ্ঠানে সায়েন্টিফিক পেপার উপস্থাপনার জন্য তিনজন ডাক্তারকে সম্মান জানানো হয় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 − four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য