রক্তদান বর্তমানে একটি উৎসবে পরিণত হয়েছে। প্রায়ই দেখা যায় মানুষ এখন নিজেদের খুশির উৎসব যেমন জন্মদিন, বিবাহ বার্ষিকীতে দানের কর্মসূচি হিসাবে রক্তদানের আয়োজন করে থাকে। কেননা বলা হয় যে যেকোন খুশির কাজ দানের মাধ্যমে শুরু করা উচিত আর রক্ত দানের চাইতে মহৎ দান আর কিছুই নেই। সেদিকে লক্ষ্য রেখেই রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম ২৪ তম ত্রিপুরা রাজ্য সম্মেলনকে সামনে রেখে মঙ্গলবার রাজধানীর মেলার মাঠস্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনে সিপি আই এম সদর মহাকুমা কমিটির উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম পুলিটব্যুরুর সদস্য মানিক সরকার , সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরীসহ অন্যান্য নেতৃত্বরা। এদিন সংবাদ মাধ্যমের সামনে সিপিআইএম পুলিটব্যুরুর সদস্য মানিক সরকার বলেন রাজ্য সম্মেলন হল রাজনৈতিক সাংগঠনিক উৎসব এই উৎসবে আলোচনার মূল বিষয়বস্তু থাকবে আগামীদিনে মানুষের জন্য কি কি ভালো করা যায় সেই বিষয়ের উপর , এই সামগ্রিক ভালোর চিন্তার মধ্যে রক্তদান হল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় , কেননা লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে রক্তদানের কর্মসূচিতে রক্তদাতার সংখ্যা বাড়ছে যার ফলে বুঝতে অসুবিধা হচ্ছে না যে পরিবেশের মধ্যে পরিবর্তন আসছে যা উৎসাহ ব্যাঞ্জক। পাশাপাশি এই সম্মেলনের মধ্যে দিয়ে ত্রিপুরার গণতান্ত্রীক আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি সঠিক পথের দিশা বেরিয়ে আসবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।