Tuesday, January 21, 2025
বাড়িখবররাজ্যরাজ্যবাসী এবং রাজ্যহীতে কাজ করছে সরকার- মুখ্যমন্ত্রী

রাজ্যবাসী এবং রাজ্যহীতে কাজ করছে সরকার- মুখ্যমন্ত্রী

রাজ্য বাসীর সার্বিক ভালোর জন্য কাজ করছে সরকার। পুণ্য রাজ্য দিবস উদযাপন উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ,মন্ত্রী সান্তনা চাকমা ,মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জনসহ অন্যান্যরা।

মঙ্গলবার ২১ জানুয়ারি। ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস। এই উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ,পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী ,শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্যরা ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যবাসী এবং রাজ্যের সার্বিক কল্যাণে রাজ্য সরকার কাজ করে চলছে। অস্থিরতা সৃষ্টির চেষ্টাকে প্রতিহত করে শান্তি স্থাপনে নিরলস প্রয়াস জারি রেখেছে ।মুখ্যমন্ত্রী বলেন, শান্তি না থাকলে কোন অবস্থাতেই উন্নয়ন সম্ভব নয়। রাজ্যে শান্তি রয়েছে বলেই গত কয়েক বছর ধরে বহি রাজ্যের পর্যটকরা রাজ্যে আসছেন ।রাজ্য সরকারও রাজ্যের পর্যটন ক্ষেত্রকে ঢেলে সাজানোর ব্যবস্থা গ্রহণ করেছে ।মুখ্যমন্ত্রী বলেন ,এই সমস্ত উদ্যোগের ফলেই ত্রিপুরা বর্তমানে গোটা বিশ্বে একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হিসেবে পরিগণিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন ।তিনি রাজ্যের আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন ।অনুষ্ঠানে প্রয়াত সুশান্ত কুমার চৌধুরী কে ত্রিপুরা বিভূষণ সম্মাননা প্রদান করা হয় ।পন্ডিত সুবল বিশ্বাসকে ত্রিপুরা ভুষণ সম্মান প্রদান করা হয় ।জহর ব্যানার্জিকে সচিন দেব বর্মন স্মৃতি রাজ্য সম্মান প্রদান করা হয় ।কুমারী জোসনা আক্তার কে মহারানী কাঞ্চনপ্রভা দেবী স্মৃতি রাজ্য সম্মান প্রদান করা হয়। এছাড়াও আরো ১১ জনকে পূর্ণ রাজ্য দিবস উপলক্ষে বিভিন্ন সম্মানে সম্মাননা প্রদান করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 + 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য