Tuesday, January 14, 2025
বাড়িখবররাজ্যপিঠে-পুলি উৎসবে মাতোয়ার রাজ্যবাসী

পিঠে-পুলি উৎসবে মাতোয়ার রাজ্যবাসী

মকর সংক্রান্তি তথা পৌষ সংক্রান্তি যাকে ত্রিপুরার গ্রাম বাংলার মানুষ আলন্তি হিসাবে সবচেয়ে আগে চিনে আর এই মকর সংক্রান্তি মানেই গ্রাম বাংলার মানুষের মধ্যে একটা আলাদা অনুভূতি। অনেকে এই পৌষ সংক্রান্তিকে পিঠাপুলির উৎসবও বলে থাকেন। পৌষ সংক্রান্তির সেই অতিরিক্ত আনন্দ একমাত্র গ্রাম বাংলার মানুষই আগলে রেখেছে। সেই পুরনো প্রথা অনুসারে প্রতিবছরই গ্রাম বাংলার মানুষ তাদের উঠানে আলপনা আঁকা সহ নিজ হাতে পিঠাপুলি তৈরি করে এবং সংক্রান্তির দিন সকাল থেকে গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে ভগবান হরির উদ্দেশ্যে লুট দেওয়া হয়। অত্যন্ত আনন্দের সহিত প্রতিটি হিন্দু সমাজের মানুষ মানুষের বাড়ি বাড়ি মনের আনন্দে এই ঘরের লুট ধরে থাকে। অন্যান্য বছরের মতো এই বছরও তার ব্যতিক্রম হয়নি। এই বছরও রাজ্যের সমস্ত এলাকার পাশাপাশি কাঞ্চনমালা এলাকায় মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে মুড়ির উদ্দেশ্যে লুট। কাঞ্চনমালা এলাকার মানুষ মঙ্গলবার সকাল থেকেই বেশ আনন্দ উল্লাসের সাথে ঘরের লোক উপভোগ করতে লক্ষ্য করা গেছে। এলাকার ছোট ছোট শিশু থেকে শুরু করে এলাকার বয়স্ক প্রবীণ ব্যক্তিরাও আনন্দের সাথে হরির লুট ধরতে দেখা গেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen + thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য