Tuesday, September 17, 2024
বাড়িখবররাজ্য২০২২-২৩ অর্থবছরের জন্য ২৬৮৯২.৬৭ কোটি টাকার ব্যয় বরাদ্দের প্রস্তাব বিধানসভায় গৃহীত

২০২২-২৩ অর্থবছরের জন্য ২৬৮৯২.৬৭ কোটি টাকার ব্যয় বরাদ্দের প্রস্তাব বিধানসভায় গৃহীত

বিধানসভায় ২০২২-২৩ আর্থিক বছরের জন্য ব্যয় বরাদ্দের প্রস্তাব গৃহীত হয়েছে । উল্লেখ্য , গত ১৭ মার্চ অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা ২০২২ ২৩ অর্থবছরের জন্য ২৬,৮৯২.৬৭ কোটি টাকার ব্যয় বরাদ্দের প্রস্তাব বিধানসভায় অনুমোদনের জন্য পেশ করেছিলেন । বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে বিরোধী দলের সদস্যদের আনা ছাঁটাই প্রস্তাবের বিরোধীতা করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ , কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায় , জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া এবং তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস বক্তব্য রাখেন । বিরোধী দলের সদস্যদের আনা ছাঁটাই প্রস্তাবের বিরোধীতা করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন , কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী আর্থিক নিয়মানুবর্তীতায় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরার স্থান প্রথম । সমগ্র শিক্ষা অভিযানে ত্রিপুরা বর্তমানে গ্রেড ওয়ানে আছে । বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের প্রতিটি কলেজে প্লেসমেন্ট সেল গঠন করা হয়েছে । ইতিমধ্যে বেশ কয়েকজন ছাত্রছাত্রী বিভিন্ন জায়গায় চাকরিও পেয়েছে । এগুলো সবই আত্মনির্ভর ত্রিপুরার উদাহরণ । শিক্ষামন্ত্রী বিরোধী দলের সদস্যদের আনা বিভিন্ন ছাঁটাই প্রস্তাবের বিরোধীতা করতে গিয়ে বলেন , বর্তমানে ১৩৫ টি বিদ্যালয়ে বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে । যা আগে ছিলনা । ছাত্রছাত্রীদের সুবিধার জন্য একই প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা নেওয়া হচ্ছে । ছাত্রছাত্রীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক দেওয়া হচ্ছে । রাজ্যে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন । তিনি আশা প্রকাশ করেন সবার সহযোগিতায় এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা সম্ভব হবে । বিরোধী দলের সদস্যদের ছাঁটাই প্রস্তাবের বিরোধীতা করে কৃষি কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন , রাজ্যে কৃষকদের আয় দ্বিগুণ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে । গত চার বছরে তুলনায় অনেক বেশি কৃষি যন্ত্রপাতি কৃষকদের দেওয়া হচ্ছে । অধিক লাভজনক হওয়ায় কৃষকদের ভূট্টা , মাসকলই চাষে উৎসাহিত করা হচ্ছে । ইতিমধ্যে ২৮ টি কৃষক বন্ধু কেন্দ্র চালু করা হয়েছে । আরও ৯ টি কেন্দ্র চালু করার জন্য প্রস্তুত আছে । কৃষকদের আয় বাড়াতে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনা হচ্ছে । আলোচনায় তিনি রাজ্যে জলপথ ব্যবস্থার উন্নয়নের জন্য রাজ্য সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন । তিনি বলেন , সোনামুড়ায় ভাসমান জেটির কাজ শেষ হয়েছে । বাংলাদেশের দাউদকান্দি থেকে সোনামুড়া পর্যন্ত জলযান আসার কাজ সফল হয়েছে । সোনামুড়া থেকে মহারানী ব্যারেজ পর্যন্ত ৫২ কিলোমিটার গোমতী নদীর ড্রেজিংয়ের কাজ হাতে নেওয়া হয়েছে । পরিবহণমন্ত্রী জানান , হাওড়া নদীর উন্নতির জন্যও একটি প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে । ২ য় পাতায় ছাঁটাই প্রস্তাবের বিরোধীতা করে জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া বলেন , ত্রিপুরায় রাজন্য আমল থেকেই সকল বর্ণ ও ধর্মের লোক বাস করে আসছে । রাজ্যের জনজাতিদের কল্যাণে আশির দশকে ষষ্ঠ তপশিলী অনুযায়ী ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ গঠন করা হয়েছিল । যার ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে । এই সরকার জনজাতিদের সামাজিক ও অর্থনৈতিক দ্রুত উন্নয়নের লক্ষ্যে কাজ করছে । এডিসি এলাকার অধিক ক্ষমতায়নে এই সরকার বিশ্বাসী এবং এই লক্ষ্যেই কাজ করা হচ্ছে । আলোচনায় অংশ নিয়ে তপশিলী জাতি কল্যাণ মন্ত্রী ভগবান চন্দ্র দাস জানান , তপশিলী জাতি অংশের মানুষের উন্নয়নে রাজ্য সরকার আন্তরিকতার সাথে কাজ করছে । তপশিলী জাতি অংশের ছাত্রছাত্রীদের ছাত্রাবাসগুলো বেহাল অবস্থায় ছিল । এই সরকার আসার পর ইতিমধ্যেই ২৭ টি ছাত্রাবাসের সংস্কার করা হয়েছে । ২০২২-২৩ অর্থবছরের বাজেটের উপর ছাঁটাই প্রস্তাব এনে আলোচনা করেন বিধায়ক ভানুলাল সাহা , বিধায়ক রতন ভৌমিক , বিধায়ক সুধন দাস ও বিধায়ক শ্যামল চক্রবর্তী ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen + 15 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য