দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ঘটনা নববর্ষের রাতে রাজধানীর জয়পুর সীমান্ত এলাকায় ।বর্ষবরণের গভীর রাতে এই ঘটনাকে কেন্দ্র করে জয়পুর সীমান্ত এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
নববর্ষের গভীর রাতে দুষ্কৃতিদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ।ঘটনা রাজধানীর জয়পুর সীমান্ত এলাকায় ।বর্ষ বিদায় এবং বর্ষবরণ উপলক্ষে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত সর্বত্রই চলছিল আনন্দ উৎসব এবং চড়ুইভাতির পালা। এর থেকে বাদ যায়নি জয়পুর সীমান্ত এলাকাও। জয়পুর সীমান্ত এলাকার 2 যুবক চড়ুইভাতির অনুষ্ঠানে যাচ্ছিলেন। তখন পেছন দিক থেকে এক ব্যক্তি বাঁচাও বাঁচাও চিৎকার করে দৌড়ে তাদের সামনে এসে মাটিতে পরে যান ।তার সারা দেহে আঘাতের চিহ্ন ছিল ।ক্ষতস্থান থেকে রক্ত ঝরছিল। দুই যুবকের কাছে পানীয় জল চান তিনি ।যুবকদের মধ্যেই একজন পাশের বাড়ি থেকে পানীয় জল এনে তাকে খাইয়ে দেন। সেই সাথে কিছুটা তেঁতুল খাওয়ায় সে ।জল এবং তেতুল খেয়ে বমি করে মাটিতেই জ্ঞান হারিয়ে লুটে পড়েন রক্তাক্ত ব্যক্তি ।যুবকরা জানান ,জ্ঞান হারানোর আগে আহত ব্যক্তি বলছিলেন, জনৈক রাধাচরণ দাস এবং আরও দুই ব্যক্তি তাকে বটতলা থেকে বাইকে তুলে জয়নগর নিয়ে আসে এবং ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত করে ।মৃত্যু নিশ্চিন্ত করতে তাকে বিষ খাইয়ে দেওয়া হয়েছে বলেও যুবকদের কাছে আহত ব্যক্তি জানিয়েছেন। যুবকরা জানান আহত ব্যক্তিকে সংশ্লিষ্ট এলাকায় এর আগে কোনদিন তারা দেখেননি। আঘাত গুরুতর দেখে তারা সাথে সাথে অগ্নি নির্বাপক দপ্তর এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দমকল কর্মীসহ বটতলা ফাড়ির পুলিশ কর্মীরা। দমকল কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যান ।একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।বর্ষবরণের রাতে এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত সংলগ্ন জয়পুর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।