পুরানো বছরের সমাপ্তি এবং একটি নতুন বছরের সূচনাকে চিহ্নিত করে নতুন বছরের আগের দিন এবং নববর্ষের দিন সারা বিশ্বে ব্যাপকভাবে পালিত হয়। এই অনুষ্ঠানগুলি সংস্কৃতির উপর নির্ভর করে বিভিন্ন ঐতিহ্য এবং রীতিনীতির সাথে উদযাপিত হয়। তাছাড়া ইংরেজি নববর্ষের দিন, 1লা জানুয়ারী পালন করা হয়, একটি নতুন বছরের সূচনা করে। এটি পুনর্নবীকরণ, আশা এবং নতুন শুরুর দিন। সেই লক্ষমাত্রা নিয়ে রাজধানীর শ্রী কৃষ্ণ মিশন বিদ্যালয়ে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে পালন করা হয় বর্ষবিদায় এবং বর্ষবরণ অনুষ্ঠান। এদিন বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্রছাত্রীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ২০২৫ অঙ্কনের মাধ্যমে স্বাগত জানানো হয় নতুন বছর ২০২৫ কে। এদিন বিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষিকারা সংবাদ মাধ্যমের সামনে বলেন , বিগত ২০২৪ যেমন সমগ্র রাজ্যবাসী এবং দেশবাসী শান্তি সম্প্রীতির সাথে কাটিয়েছেন ঠিক সেভাবেই ২০২৫ ও যেন কাটে তার আশা ব্যক্ত করেন। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।