Sunday, January 5, 2025
বাড়িখবররাজ্যএগিয়ে চলো সংঘের ৩৬ তম শিশু মেলা শুরু

এগিয়ে চলো সংঘের ৩৬ তম শিশু মেলা শুরু

শনিবার থেকে এগিয়ে চলো সংঘের ১১ দিন ব্যাপী শিশু মেলা শুরু হল এদিন বিকেলে শিশুমেলা উপলক্ষে কচিকাচাদের এক শোভাযাত্রা এগিয়ে চলো সংঘের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এবছর ৩৬ তম বর্ষে পদার্পণ করল এগিয়ে চলো সংঘের শিশু মেলা।

রাজ্যের সনামধন্য সামাজিক সংস্থাগুলোর মধ্যে অন্যতম হলো এগিয়ে চলো সংঘ। খেলাধূলা,সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সামাজিক কর্মসূচির সমাজকে বিশেষ বার্তা দিয়ে থাকে এগিয়ে চলো সংঘ। এরই অঙ্গ হিসেবে প্রতিবছরের ন্যায় এবছরও শিশু মেলার আয়োজন করেছে এগিয়ে চলো সংঘ। এবছর ৩৬ তম বর্ষে পদার্পন করেছে এগিয়ে চলো সংঘের এই শিশু মেলা। ‘ধুকছে শৈশব,কাটছে সময়- মোবাইল বন্দি হয়ে। ফিরে আসুক শৈশব আবার, মাটির পরশ পেয়ে’- এই বার্তাটিকে সামনে রেখেই এবছর এই শিশু মেলার আয়োজন করা হয়েছে শনিবার এক বর্নাঢ‍্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই শিশু মেলার সূচনা হয়। এদিনের এই শোভাযাত্রায় প্রচুর সংখ্যক কচিকাঁচাদের অংশগ্রহণ করে। কেউ ডাক্তার, কেউ পুলিশ, কেউ সীমান্ত রক্ষী আবার কেউ ভারতমাতা। বিভিন্ন সাজে দেখা যায় কচিকাঁচাদের। এদিন এই শিশু মেলার আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে শিশু মেলা কমিটির কনভেনার গৌতম রায় বলেন, বর্তমান সমাজ ব্যবস্থায় শিশুদের জীবন অনেকটাই যান্ত্রিক হয়ে পড়েছে। শিশুদের খেলার পরিধি ক্ষীণ হয়ে আসছে। আজকের শিশুরাই আগামী দিনে দেশের ভবিষ্যৎ। তাই শিশুদের শৈশবটা যেনো সুস্থ এবং ভালো কাটে সেই বিষয়টি সুনিশ্চিত করতে সমস্ত আভিভাবকদের আহ্বান জানান তিনি। সেই সাথে বিজ্ঞানের শ্রেষ্ঠ আশীর্বাদ মোবাইল ফোন যেনো শিশুদের জীবনে অভিশাপে পরিণত না হয় সেই বিষয়ে সকলকে বার্তা দিতেই এবছর এই বিশেষ থিমের উপর শিশু মেলার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

আজ থেকে শুরু করে আগামী ৭ই জানুয়ারি অর্থাৎ ১১দিন ব্যাপী চলবে এই শিশু মেলা। ১১দিন ব্যাপী এই শিশু মেলায় থাকবে নাচ-গান, অঙ্কন প্রতিযোগিতা, যোগা প্রতিযোগিতা এবং আরো বিভিন্ন ধরণের বিনোদন ও শিক্ষামূলক কর্মসূচি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য