বনমালীপুরের তারাসুন্দরী কালী মায়ের মন্দিরের সংস্কারের কাজ চলছে। বৃহস্পতিবার এই মন্দির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীই মন্দির সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন।
বনমালীপুরে তারা সুন্দরী মায়ের একটি মন্দির রয়েছে। বহুদিনের পুরনো এই মন্দিরটি প্রয়োজনীয় সংস্কারের অভাবে ধুকছিল। মন্দিরের বেশ কিছু অংশ মাটির নিচে চলে গিয়েছিল। এলাকাবাসী এই তারা সুন্দরী মায়ের মন্দির সংস্কারের জন্য মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানান ।মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এই মন্দির সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন ।বর্তমানে মন্দিরের সংস্কারের কাজ চলছে ।বৃহস্পতিবার এই মন্দির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। তিনি মন্দিরের সংস্কার কাজ খতিয়ে দেখেন। পরে মুখ্যমন্ত্রী জানান ,এই মন্দির সংস্কারের জন্য ২৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে ।মায়ের মন্দিরকে অক্ষুন্য রেখে মাটি থেকে উপরে তোলার জন্য বহিরাজ্য থেকে বিশেষজ্ঞ আনা হয়েছে ।বর্তমানে প্রায় সাড়ে সাত ফুট উপরে ওঠানো সম্ভব হয়েছে। মন্দিরের এই সংস্কারের কাজ তদারকি করছেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। মন্দির সংস্কারের কাজ সুষ্ঠুভাবে চলায় মেয়রকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। এদিকে বহু পুরনো তারা সুন্দরী মায়ের মন্দিরের সংস্কারের কাজ শুরু হওয়ায় এলাকাবাসী বেজায় খুশি। মন্দির সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য এলাকাবাসী মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা কে অভিনন্দন জানিয়েছেন।