ভারতীয় জনতা পার্টির প্রাণপুরুষ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন উদযাপন উপলক্ষে রাজধানীর ক্যান্সার হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করল যুব মোর্চা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চা সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা।
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজ্য বিজেপি এবং বিজেপির সমস্ত শাখা সংগঠনের উদ্যোগে বিভিন্ন সমাজ সেবামূলক কাজের উদ্যোগ গ্রহণ করা হয় ।এরই অঙ্গ হিসেবে ৬ আগরতলা যুব মোর্চা মন্ডল কমিটির উদ্যোগে এদিন রাজধানীর ক্যান্সার হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব ।উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই কর্মসূচি প্রসঙ্গে যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব জানান ,বিজেপির প্রাণপুরুষ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে যুব মোর্চার উদ্যোগে বিভিন্ন স্থানে বিভিন্ন সামাজিক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।কারণ যুব মোর্চা রাজনীতির সাথে সামাজিক কর্মসূচির সাথে যুক্ত। ৬ আগরতলা যুব মোর্চা মন্ডল কমিটির উদ্যোগে আয়োজিত এই ধরনের অনুষ্ঠানের ভূয়শি প্রশংসা করেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব।
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উদযাপন উপলক্ষে যুব মোর্চার উদ্যোগে রাজ্যের বিভিন্ন হাসপাতাল গুলিতেও চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়।


 
                                    
