Thursday, February 6, 2025
বাড়িখবররাজ্যবেআইনিভাবে পারমিট প্রদানের বিরুদ্ধে অটো চালকদের বিক্ষোভ

বেআইনিভাবে পারমিট প্রদানের বিরুদ্ধে অটো চালকদের বিক্ষোভ

জানা যায় বুধবার জিবি বাজার থেকে বনিক্য চৌমুনী পর্যন্ত অটো চালকদের বেআইনিভাবে পারমিট প্রদানের প্রতিবাদ জানিয়ে কুমারীটিলা বিটি কলেজ মাঠে বিক্ষোভে সামিল হয়েছে একাংশ অটো চালক। তাদের অভিযোগ সেই রোডে পঞ্চায়েত এলাকার অটো পুর নিগম এলাকায় যাত্রী পরিষেবা প্রদান করছে বলে। তাছারা আজ অটো চালকদের রোজগার বন্ধ তার একমাত্র কারণ হল পরিবহন দপ্তর এবং ট্রাফিক কর্মীদের কর্তব্যের গাফিলতি। এদিন সংবাদ মাধ্যমকে এক অটোচালক জানান, বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে জিবি থেকে বনিক্য চৌমুনী পর্যন্ত পঞ্চায়েত এলাকার অটো চালকরা আগরতলা পুর নিগমে যাত্রী পরিষেবা প্রদান করছে। এ বিষয় নিয়ে পরিবহন দপ্তরে আধিকারিকদের সাথে কথা বললে জানা গিয়েছে তাদের আগরতলা পুর নিগম এলাকায় পারমিট প্রদান করা হচ্ছে বলে । তাই অতিসত্বর পরিবহন দপ্তর এই সমস্যার সমাধান না করে তাহলে এরা আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী দিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 − 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য