কংগ্রেসের পরিবার তন্ত্রকে রক্ষা করার জন্যই ভিন্ন ভিন্ন ভাবে ভোট গ্রহণ করা হচ্ছে। এতে জনসাধারণের উপর বিরাট অংকের আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। সোমবার এক দেশ এক নির্বাচন বিলের সমর্থন জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব।
সদ্য সমাপ্ত সংসদের শীতকালীন অধিবেশনে এক দেশ এক নির্বাচন বিল পেশ করা হয়েছে। এর আগে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিলের ছাড়পত্র দিয়েছে। বর্তমানে বিলটির বিভিন্ন দিক খতিয়ে দেখতে বিলটিকে জে পি সি তে পাঠানো হয়েছে ।সোমবার এক দেশ এক ভোট বিলের প্রতি সমর্থন জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব ।এই বিল সংসদে পেশ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান তিনি ।এক প্রতিক্রিয়ায় বিল সম্পর্কে বিপ্লব কুমার দেব জানান, দেশে এক দেশ এক নির্বাচন এই প্রথম নয় ।এর আগে ৪ বার একসাথে লোকসভা এবং বিধানসভা নির্বাচন হয়েছে ।কংগ্রেস যখন ক্ষমতায় আসতে পারে না তখন বিভিন্ন রাজ্যগুলিতে ৩৫৬ ধারা প্রয়োগ করে রাজ্যগুলোকে ভেঙে দিয়েছে। পাঁচ বছর সময়সীমা পেরোনোর আগে বিধানসভা ভেঙে যাওয়ায় এই প্রথা তৈরি হয়েছে ।এতে প্রচুর টাকা খরচ হয়।তিনি জানান ,গত লোকসভা নির্বাচনে আনুমানিক এক লক্ষ কোটি টাকা খরচ হয়েছে। কংগ্রেসের পরিবার তন্ত্রের জন্যই পৃথকভাবে ভোট হচ্ছে ।তিনি বলেন, কংগ্রেসের পরিবারতন্ত্রকে বাঁচানোর জন্যই ভারতবাসীর উপর বিরাট বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে ।এই বিরাট বোঝা কমাতেই প্রধানমন্ত্রী সংসদে এক দেশ এক নির্বাচন বিল এনেছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান লোকসভার সাংসদ আরো জানান, এর ফলে দেশের লাভ হবে।যে বিপুল পরিমাণ টাকা নির্বাচনের জন্য খরচ হতো সেই টাকা সাধারণ মানুষের জন্য প্রকল্প করে খরচ করলে প্রায় দুই বছর সময় বাঁচবে ।পাশাপাশি সাধারণ মানুষের জন্য বাজেটে বড় অর্থ রাশি বরাদ্দ করা যাবে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য যে এক দেশ এক নির্বাচন বিলটি জে পি সি তে পাঠানো হয়েছে ।বিলের বিভিন্ন বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবে জে পি সি বা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি ।আগামী ৯০ দিনের মধ্যে সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংসদে রিপোর্ট প্রদান করবে জে পি সি ।বিভিন্ন মহল থেকে আশা করা হচ্ছে ,সংসদের আসন্ন অধিবেশনে এই বিলটি উত্থাপন করা হতে পারে।