সোমবার ঘোষিত হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার দিনক্ষন । সূচি অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৪ ফেব্রুয়ারি এবং মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৫ ফেব্রুয়ারী থেকে । এক সাংবাদিক সম্মেলন করে পর্ষদ ভবনে একথা জানালেন পর্ষদ সভাপতি ডা. ধনঞ্জয় গণ চৌধুরী। এদিন সংবাদ মাধ্যমকে পর্ষদ সভাপতি জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা ২৫ ফেব্রুয়ারী থেকে শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ এবং প্রথম দিনের পরীক্ষা শুরু হবে ইংরেজি বিষয় দিয়ে । তাছাড়া উচ্চ মাধ্যমিককের পরীক্ষা ২৪ ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে ২২ মার্চ শেষ হবে বলে জানান তিনি ।