Saturday, December 21, 2024
বাড়িখবররাজ্যমহিলা, শিশু সহ ছয় জন বাংলাদেশী নাগরিককে আটক করল খোয়াই থানার পুলিশ।

মহিলা, শিশু সহ ছয় জন বাংলাদেশী নাগরিককে আটক করল খোয়াই থানার পুলিশ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৯ শেডিসেম্বর….. বিগত কয়েকমাস ধরে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে রয়েছে । সেই পরিস্থিতির সুযোগ নিয়ে রোহিঙ্গারা ভারতের বিভিন্ন আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অতিক্রম করে বিভিন্ন জায়গায় প্রবেশ করছে। তেমনি সন্দেহভাজন মহিলা ও শিশু সহ এক পরিবারের ছয় জন খোয়াই শহরের একটি হোটেলে আশ্রয় নেয়। গোপন খবর পেয়ে খোয়াই থানার পুলিশ বাংলাদেশের রোহিঙ্গা পরিবারের ছয়জনকে বৃহস্পতিবার রাত দশটা নাগাদ খোয়াই জেলা হাসপাতাল সংলগ্ন একটি বেসরকারি হোটেল থেকে গোপন সূত্রের ভিত্তিতে গ্রেফতার করে বলে জানান খোয়াই থানার ওসি সুবীর মালাকার। তাদের কাছে ভারতীয় নাগরিকত্বের জালি কাগজপত্র উদ্ধার করে। এই বিষয়ে পুলিশ তদন্ত করলে তাদের কথাবার্তার মধ্যে অসংলগ্নতা রয়েছে তা পুলিশ টের পায়। ওরা বাংলাদেশ থেকে গোপন পথে প্রথম দিল্লিতে যায় বলে জানায়। সেখান থেকে আবার ফিরে খোয়াই শহরের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশের যাবার পরিকল্পনা ছিল তাদের। পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে তারা একই পরিবারের ৬ জন তার মধ্যে রয়েছেন দুজন শিশু। এরা হলো মোহাম্মদ কবির ৩৭, পিতা মৃত আব্দুল হক, তানিয়া বেগম ৩৫, সাদিয়া বয়স ৫, মোঃ সাকিব বয়স ৬, আয়েশা খাতুন ৭০, মোহাম্মদ মুমিন ২৩। এদের সবার বাড়ি বাংলাদেশের সিরাজপুর বসিরহাট এলাকার ফেনী জেলার বাসিন্দা। গ্রেফতারের পর পুলিশ তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করছে বলে জানান। তাদের বিরুদ্ধে পুলিশ মামলা গ্রহণ করেন মামলার নাম্বার ৭৮/২৪ ধারা গুলি হল যথাক্রমে ৩৩৬(৪)৩৪০(২) অফ বিএনএস ২০২৩ এন্ড ০৩ অফ আই পি পি act এন্ড ১৪(এ)/১৪(সি) অফ ফরেনার act,১৯২০। এখন দেখার বিষয় পুলিশ তদন্তক্রমে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen − 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য