Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যযথাযোগ্য মর্যাদায় আগরতলাতে উদযাপিত বাংলাদেশের মহান বিজয় দিবস

যথাযোগ্য মর্যাদায় আগরতলাতে উদযাপিত বাংলাদেশের মহান বিজয় দিবস

বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে সোমবার(১৬ ডিসেম্বর) আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশনেও যথাযোগ্য মর্যদার সঙ্গে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। এদিন রাজধানীর কুঞ্জবন এলাকার বাংলাদেশ সরকারি হাইকমিশন অফিসে স্থানীয় সময় সকাল ৯টায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সরকারি হাই কমিশনের প্রথম সচিব মো: আল আমিন জাতীয় পতাকা উত্তোলন করেন। এই সময় তার সঙ্গে সরকারি হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই কর্মসূচি শেষে প্রথম সচিব মো: আল আমিন উপস্থিত সংবাদ মাধ্যমকে বলেন, মহান বিজয় দিবসে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সম্পৃক্ত সকল স্তরের মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয়। দ্বিতীয় পর্বে সহকারী হাই কমিশনের সভাকক্ষে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রধান উপদেষ্টা, বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার লিখিত বাণী পাঠ করা হয় এবং সবশেষে বিজয় দিবস নিয়ে উপস্থিত সকলে আলোচনা করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − fifteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য